রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২০ ১৪৩১   ০২ রবিউস সানি ১৪৪৬

তাপ সুরক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ বাইডেনের

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং ইউএস ডিপার্টমেন্ট অফ লেবর মঙ্গলবার তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে কর্মী ও কমিউনিটিগুলোকে সুরক্ষার জন্য প্রথমবারের মতো এই সংক্রান্ত নীতি প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার এর অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেল্থ অ্যাডমিনিস্ট্রেশন তাপপ্রবাহ থেকে কর্মীদের সুরক্ষায় একটি নীতি প্রস্তাব করেছে। চূড়ান্ত হলে এটি হবে এই সংক্রান্ত প্রথম কোন অ্যামেরিকান সুরক্ষা নীতি।

এতে তাপের বিপদ, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা, তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ, কাজের মান, কাজের ফাঁকে বিরতি, কর্মীদের পানি ও ছায়া পাওয়ার সুযোগ এবং নতুন কর্মীদের তাপ সহ্য করার মতো বিষয়গুলোর শনাক্তকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কৃষি শ্রমিকেরা প্রায়ই উচ্চ তাপমাত্রায় কাজ করে থাকেন এবং তারা ধারাবাহিকভাবে ছায়াযুক্ত জায়গায় কাজ করা, পানি কিংবা বিরতির সুযোগ পান না। সে কারণে কৃষি শ্রমিকদের সংগঠনগুলো প্রশাসনের কাছে তাপ সংক্রান্ত নিয়মনীতি জারি করার আহ্বান জানিয়েছিল।

এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মঙ্গলবার ‘ক্লাইমেট ইনডিকেটরস’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ১৯৯২ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১ হাজার শ্রমিক অতিরিক্ত তাপে কাজ করার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতদের ৩৪ শতাংশ ছিলেন নির্মাণশ্রমিক।

চলতি বছর জুন মাসের ২০ তারিখে প্রায় ১০০ মিলিয়ন অ্যামেরিকান তাপপ্রবাহজনিত ঝুঁকির কারণে সতর্কাবস্থার অধীনে পর্যবেক্ষণে ছিলেন। নিউ মেক্সিকোর বনভূমি এই সময় ভয়াবহ দাবানলের শিকার হয়। তাপপ্রবাহের কারনে নিউ ইয়র্কে জরুরি কুলিং সেন্টার চালু করা হয়েছিল।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি কমিউনিটিগুলোকে তীব্র তাপ, ঝড় ও বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য গৃহীত প্রায় ৬৬০ টি প্রকল্পের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে। এই গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ নিয়ে হোয়াইট হাউয একটি সম্মেলনের আয়োজন করবে।