রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ি বিক্রি নিয়ে সক্রিয় প্রতারক দল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৮ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার

নিউইয়র্ক স্টেট পুলিশের সর্তক বার্তা

 
 
বাড়ি হাতিয়ে নেবার এক অভিনব প্রতারণায় নেমেছে এক শ্রেণীর স্ক্যামার। এ ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়েছে নিউইয়র্ক স্টেট পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ বলছে, স্ক্যামারদের খপ্পরে পড়ে আপনার স্বপ্নের বাড়িটি মুহূর্তের মধ্যে হাতছাড়া হয়ে যেতে পারে। সামান্য অসাবধানতায় হারাতে পারেন মিলিয়ন ডলারের সম্পদ। যা আপনি যক্ষের ধনের মতো গড়ে তুলেছেন। আর তা উদ্ধারে আপনার ওয়ালেট থেকে খরচ করতে হতে পারে লাখো ডলার। তাই সাবধান!
গত সপ্তাহে নিউইয়র্ক স্টেট পুলিশ বাড়ির মালিকদের সতর্ক করে দিয়ে একটি বিবৃতি প্রকাশ  করেছে। এতে বলা হয়েছে ‘খুবই সফিসটিকেটেড বা সর্বাধুনিক স্ক্যামাররা স্টেটের বাড়ির মালিকদের টার্গেট করছে। এতে বাড়ি মালিকরা যেকোন মুহূর্তে প্রতারণার শিকার হতে পারেন। সোশ্যাল মিডিয়া ও ফোন স্ক্যামের পাশাপাশি প্রতারকরা নানা ধরনের অফার নিয়ে আপনার দরজায় কড়া নাড়তে পারে। তাদের ট্র্যাপে পড়লে সব শেষ।
সম্প্রতি নিউইয়র্ক স্টেট পুলিশ আপস্টেটের ওসটেগো কাউন্টির এক বাড়ির মালিকের আইডেনটিটি  চুরির ঘটনায় বাড়ির মালিকানা হারানো বিষয়ে তথ্য উদঘাটন করেছে। প্রতারক নিউজার্সির ফেক ড্রাইভার লাইসেন্স ব্যবহার করে বাড়ির মালিক হিসেবে অনলাইনে বাড়িটি বিক্রির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে স্ক্যামিং প্রক্রিয়ায় প্রতারক বাড়ির ডিডসহ সকল কাগজপত্র হাতিয়ে নেয়। কিন্তু বাড়িটির লিয়েনে তৃতীয় একজন ব্যক্তির নাম থাকায় ধরা পড়ে যায় প্রতারক। ক্রেতার রিয়েলটর সম্পর্কে সন্দেহ হলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করেন। বাড়িটির প্রকৃত মালিকও কিছুটা আন্দাজ  করতে পেরে মালিক আইনশৃংখলা বাহিনীর আশ্রয় নেন। নিউইয়র্ক পুলিশ ও সাইবার সিকিউরিটি অফিসারদের দ্রুত পদক্ষেপে বাড়িটি বিক্রির শেষ মুহূর্তে তা আটকে দিতে সক্ষম হয়।
এ ধরনের দুর্ঘটনা সোশাল মিডিয়া, টেলিফোন নাম্বার হ্যাক কিংবা ইমেইলের মাধ্যমে হতে পারে। সম্প্রতি ইন-পারসন প্রতারণাও বেড়ে গেছে। জুনে হাডসন ভ্যালি এলাকায় ‘ড্রাইভওয়ে পেভমেন্ট’ মেরামতের লোভনীয় অফার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রতারকরা দরজা নক করে। বাড়ির সামনে ট্রাক ও মালামাল দেখিয়ে অতি অল্প খরচে তাৎক্ষণিকভাবে ড্রাইভওয়ে রিনোভেশনের প্রস্তাব দেয়। কৌশলে সংগ্রহ করে বাড়ির মালিকের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার ও ইমেইল এড্রেস সহ বিভিন্ন তথ্যাদি। বিষয়টি পুলিশের নজরে আসায় স্টেট জুড়ে তারা স্ক্যামার সর্তকীকরণ প্রচারপত্র বিতরণ করেছে।