মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিনিয়র হোমের গার্ড প্রত্যাহার হচ্ছে না

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০০ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার


 
বাজেট ঘাটতির কারণে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি সিনিয়র হোম সার্ভিস থেকে  সিকিউরিটি গার্ড প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাতিল হয়েছে। এর জন্য  প্রয়োজনীয় ৭ মিলিয়ন ডলারের সংস্থান করেছে হাউজিং অথরিটি।
বর্তমানে সিটির ৫৫টি সিনিয়র হোমে আনআর্মড সিকিউরিটি গার্ড প্রোগ্রাম চলমান রয়েছে। সিকিউরিটি গার্ডরা দিনে আট ঘণ্টা করে সেখানে কাজ করেন। এ বাবদ বছরে ব্যয় হয় ৭ মিলিয়ন ডলার।  বাজেট সংকটের কারণে এ প্রোগ্রাম বাতিলের চিন্তা ভাবনা চলছিল। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিটি এ খাতে তহবিলের সংস্থানের বিষয়টিকে সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এদিকে গার্ড অত্যাহত থাকার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন এল্ডার হোমের বাসিন্দারা।
ইস্ট হারলেমের কোরিস হাউসের ভাড়াটিয়াদের সভাপতি এলি ইয়েসন বলেন, এটা আামাদের একটা বড় বিজয়। এ খবর একই সঙ্গে আনন্দের ও স্বস্তির।
জানা গেছে, হাউজিং অথরিটি ২০২৪ সালে ৩৫ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মুখে পড়েছে। মূলত ভাড়া আদায় না হওয়ার কারণেই এই রাজস্ব  ঘাটতি বলে তারা উল্লেখ করেছেন। হাউজিং অথরিটি ‘এনওয়াইসিএইচএ’র এক কর্মকর্তা জানান, খরচ কমানো, বাজেট ঘাটতি পূরণ এবং নাগরিকদের মূল সম্পত্তি ব্যবস্থাপনা পরিষেবায় অগ্রাধিকার দিতে এমন পদক্ষেপ নেয়া হচ্ছিল। তবে কর্তৃপক্ষ অতিরিক্ত তহবিলের জন্য জোর চেষ্টা অব্যাহত রাখে এবং তহবিল যোগাড় করা সম্ভব হয়।