রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২০ ১৪৩১   ০২ রবিউস সানি ১৪৪৬

জেএফকে’তে তোলপাড়

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০২ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার


৭০ অসুস্থ যাত্রী নিয়ে বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিং

৭০ জন অসুস্থ যাত্রীকে নিয়ে একটি বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিংকে কেন্দ্র করে জেএফকে’তে তোলপাড় হয়ে গেছে গত বুধবার ভোরে। এই অসুস্থ যাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট জেএফকে’তে  জরুরী অবতরণে বাধ্য হয়। এসব অসুস্থ যাত্রীকে সুস্থ করতে জরুরী চিকিৎসক টিম, ১০টি অ্যাম্বুলেন্স, সিডিসি এবং এফডিএনওয়াই সংস্থার কর্মীদের কর্মতৎপরতায় বিমানবন্দরের স্বাভাবিক কাজ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। বিমানে পরিবেশিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। জরুরীভাবে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনার পর তাদেরকে সুস্থ রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।
ফ্লাইট ট্রেকিং সূত্র থেকে জানা গেছে, বুধবার ভোর রাতে আটলান্টিক মহাসাগরের ওপর থেকে জরুরী ভিত্তিতে ডেল্টা এয়ারলাইন্সের এই আন্তর্জাতিক ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় জেএফকে বিমানবন্দরে। ভোর চারটায় ২৭৭ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট-১৩৬ ইমার্জেন্সি ল্যান্ডিং করে। এ সময় রানওয়েতে জরুরী ফায়ার সার্ভিস ব্যবস্থা প্রস্তুত ছিল।
মিশিগান স্টেটের ডেটরিয়ট বিমানবন্দর থেকে ডেল্টা এয়ারলাইন্সের এই আন্তর্জাতিক ফ্লাইট নেদারল্যান্ডের আমস্টারডেমে যাচ্ছিল। রাত ১০.৫১ মিনিটে ফ্লাইটটি নেদারল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। মিশিগান থেকে ছেড়ে আসার পর বিমানের ভেতরে রাতের খাবার পরিবেশন করা হয়েছিল। বিমানের খাবার খেয়ে যাত্রীদের বমি শুরু হলে বিমানে কান্নাকাটি পড়ে যায়। পরিবেশিত খাবার খেয়ে ৭০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। ফ্লাইটটি ৩৫ হাজার ফিট ওপর দিয়ে ৫ ঘন্টা উড়ার পর নিউইয়র্কের আকাশ হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবার সময় পাইলট তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি জেএফকে টাওয়ারে জরুরী অবতরণের অনুমতি চান। ফ্লাইট ট্রেকিং থেকে দেখা যায়, বুধবার ভোর রাত চারটায় জরুরীভাবে জেএফকে বিমানবন্দরে ফ্লাইটটিকে অবতরণ করাবার অনুমতি দেওয়া হয়।
পাইলট আটলান্টিক মহাসাগর পাড়ি না দিয়ে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরী  অবতরণ অনুমতি চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সব আয়োজন সম্পন্ন করেন বলে জানা যায়।  জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরী  মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস টিম প্রস্তুত রাখেন। গুরুতর অসুস্থ যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়।
বিমান সংস্থাটির মুখপাত্র লিসা হান্না তার সাইটে বলেন, ফ্লাইট ১৩৬-এর যাত্রী সাধারণের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তাদের অ্যামস্টারডমে যাত্রা বিলম্বের কারণে আমরা অত্যন্ত দু:খিত। অসুস্থতার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই ফ্লাইটের যাত্রীরা সুস্থ হবার পর বুধবার বিকেল ৩টায় জেএফকে এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায় বলে জানা গেছে।
ডেল্টা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডেল্টা এয়ারলাইন্সের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট জার্মানির মিউনিখ থেকে যুক্তরাষ্ট্রে মিশিগানে যাবার সময় জরুরীভাবে লন্ডনের হিথরো এয়ারপোর্টে অবতরণ করে। ওই ফ্লাইটের নারী ক্রু অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটিটিকে  জরুরী অবতরণের অনুমতি দেয়া হয়। লন্ডনের একটি মেডিক্যাম টিম ফ্লাইটে থাকা ৬ জন অ্যাটেনডেন্টকে চিকিৎসা দেয়। পরে পাইলটসহ ক্রু টিম পরিবর্তন করে লন্ডন ত্যাগ করে ফ্লাইটটি।