রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২০ ১৪৩১   ০২ রবিউস সানি ১৪৪৬

ফোরথ অব জুলাই

আমেরিকাজুড়ে আঁতশবাজি উৎসব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার



 
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফোরথ অব জুলাইয়ে আমেরিকাজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ১৭৭৬ সালের ২ জুলাই ভোট দেয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু ব্রিটেনের সঙ্গে পৃথক হতে ২ আগস্ট চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠিত হলেও ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ২৫ হাজার আমেরিকান এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা জীবন দেন। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
স্বাধীনতা দিবসের উৎসব কেন্দ্র করে প্রতিবছর দেশে কুচকাওয়াজ এবং কনসার্টের আয়োজন করা হয়। অন্যতম আকর্ষণ হিসেবে চোখ ধাঁধানো আতশবাজি ছিল। নিউইয়র্কে ইস্ট রিভারের অনুষ্ঠিত হয় আমেরিকার সবচেয়ে বড় ও ঐহিত্যবাহী ফায়ার ওয়ার্কস।