স্কুলে সেলফোন নিষিদ্ধ হচ্ছে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
নিউইয়র্কের স্কুলে সেলফোন নিষিদ্ধ হচ্ছে। ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষ থেকে এই নিষোধাজ্ঞা কার্যকর হবে। নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল গত মঙ্গলবার বলেছেন, এই সামারে স্টেটওয়াইড সফর করবো। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় আসক্তি ও স্কুলে সেলফোন ব্যবহারের নেতিবাচক দিকগুলো নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করবো। স্টেটের আইনপ্রণেতারা ইতোমধ্যেই এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
গর্ভুরের এই ঘোষণার পরই বুধবার নিউইয়র্ক সিটির স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংক একধাপ এগিয়ে বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে দেশের সর্ববৃহৎ স্কুল ডিস্ট্রিক্ট নিউইয়র্ক সিটির স্কুলে সেলফোন নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই তা কার্যকর হবে। ব্যাংকস বলেছেন, স্কুলে শিক্ষার্থীদের সেলফোন বহন ও ব্যবহার মেন্টাল হেলথ ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেলফোন ব্যবহারে নিরাপত্তার বিষয়টিও গোচরে এসেছে। সম্প্রতি নিউইয়র্ক সিটিতে ফোন ব্যবহার করা হয়েছে স্কুল শেষে সংঘঠিত কয়েকটি সংঘাতমূলক কর্মকান্ডে। স্কুলে থাকাবস্থায় শিক্ষার্থীদের হাতে সেলফোন থাকার কোন যুক্তি নেই। আমি শতাধিক স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। তারা সকলেই ফোন নিষিদ্ধের পক্ষে অভিমত দিয়েছেন।
ইতিমধ্যে সিটির কিছু স্কুল ক্লাসরুমে ফোন নেয়া নিষিদ্ধ করা হয়েছে। সেসব ¯কুলে শিক্ষার্থীরা ফোন অফ করে লকারে রাখছে। কিছু স্কুল ক্লাসরুমে সোলফোন অফ করে রাখতে শিক্ষার্থীদের বাধ্য করেছে। তবে এতে ফলপ্রসু রেজাল্ট পাওয়া যায় নি। স্টেট ও সিটিতে সেলফোন নিষিদ্ধের ঘোষণায় অভিভাবকদের অকুন্ঠ সর্মথন রয়েছে। এমনিতেই অভিভাবকরা বাসায় কিংবা বাসার বাইরে ছেলেমেয়েদের সেলফোন আসক্তিতে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
চ্যান্সেলর ব্যাংক বলেছেন, অভিভাবক তাদের সন্তানের সাথে যোগাযোগ করতে চাইলে স্কুল কর্তপক্ষের মাধ্যমে করতে হবে। একইভাবে ছাত্রছাত্রীরা অভিভাবকদের সাথে কথা বলতে চাইলে স্কুল অফিসে এসে ফোন করতে হবে। কোনভাবেই ক্লাসরুমে ফোন গ্রহণযোগ্য হবে না।
স্কুলে সেলফোন ব্যবহার নিয়ে নিউইয়র্ক ইউনিভারসটির প্রফেসর জোনাথন হাদিত ‘উদ্বিগ্ন প্রজন্ম’ শীর্ষক বইতে ‘ফোন মুক্ত’ স্কুলের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছেন। তিনি সুপরিশ করে লিখেছেন, হাই স্কুলে ঢোকার আগে কোনভাবেই শিক্ষার্থীদের সেলফোন দেয়া উচিৎ নয়। ১৬ বছর বয়সের আগে তাদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকা দরকার।
ইতোমধ্যেই দেশের দ্বিতীয় বৃহৎ স্কুল ডিস্ট্রি লসএঞ্জেলস স্কুল বোর্ড স্কুলে সেলফোন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। সেখানে ২০২৫ সাল থেকে তা কার্যকর হবে।