প্রিন্ট মিডিয়াকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
এডিটর্স কাউন্সিলের সভা
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এডিটর্স কাউন্সিলের সভায় সংবাদপত্রের সাথে সংশ্লিষ্টদের প্রতি পেশাদারি মনোভাব প্রদর্শনের আহ্বান জানান হয়েছে। গত সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের মিটিং রুমে অনুষ্ঠিত এই বৈঠকে প্রথমবারের মতো যোগ দেন সাপ্তাহিক আজকাল-এর নতুন সম্পাদক শাহ নেওয়াজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নাওয়াজ এবং সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। অসুস্থতার কারণে সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম.এম. শাহীন সভায় উপস্থিত থাকতে পারেননি।
সাপ্তাহিক আজকাল কেনার পর এই প্রথম বৈঠকে যোগ দিলেন এর মালিক এবং সম্পাদক শাহ নেওয়াজ। সভায় উপস্থিত সম্পাদকবৃন্দ তাকে এডিটর্স কাউন্সিলে স্বগত জানান। শাহ নেওয়াজ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমার অনেকগুলো প্রতিষ্ঠিত ব্যবসা থাকা সত্ত্বেও আমি আজকালের সম্পাদক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। এডিটর্স কাউন্সিলের এই বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে সম্প্রতি নিউইয়র্ক থেকে সাম্প্রতিককালে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিকীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, প্রিন্ট পত্রিকার চাহিদা আছে বলেই অনেক পত্রিকা প্রকাশিত হচ্ছে। প্রিন্ট পত্রিকাকে টিকে থাকার জন্য পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে পেশাদারি মনোভাব প্রদর্শনের আহবান জানানো হয়।
এদিনের বৈঠকের উদ্যোক্তা আবু তাহের শাহ নেওয়াজসহ সকল সম্পাদককে স্বাগত জানিয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই কমিউনিটিকে সেবা দিয়ে আসছি। আমাদের সংবাদপত্র প্রকাশের কারণেই কমিউনিটির এই উন্নতি সম্ভব হয়েছে।
সকল সম্পাদকই শাহ নেওয়াজকে স্বগত জানিয়ে তার আগামী দিনের সাফল্য কামনা করেন।