শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে আবারও বাড়ল সিটি বাইকের ফি

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার

নিউইয়র্কে আবারো ফি বাড়াচ্ছে সিটি বাইক। খরচ বাড়ার অজুহাত দিয়ে চলতি বছরের মধ্যে দ্বিতীয়বার দাম বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ১০ জুলাই নতুন ফি কার্যকর হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যাটারি বদল, বিমা এবং যানবাহনের খরচ প্রত্যাশার চেয়ে বেশি হয়ে পড়েছে।

সিটি বাইক গত জানুয়ারি মাসের শেষ দিকে মূল্য বাড়িয়েছিল। জানা গেছে, সদস্যদের জন্য ই-বাইক মিনিটপ্রতি ফি এবং ই-বাইক ও ক্লাসিক বাইকে মিনিটপ্রতি গড় হার ২০ থেকে বাড়িয়ে ২৪ সেন্ট করা হচ্ছে। অসদস্যদের জন্য মিনিট প্রতি ফি ৩০ সেন্ট থেকে হবে ৩৬ সেন্ট।

ই-বাইক রাইড ৪৫ মিনিটের কমবেশি হলে কিংবা ম্যানহাটন থেকে অন্য বরায় গেলে ক্যাপ প্রাইস ৮০ সেন্ট থেকে ৪.৮০ ডলার হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সদস্যরা প্রতিটি সাইনআপ কিংবা নবায়নে ফ্রি ৪৫ মিটি ক্লাসিক বাইক রাইড এবং ৬০ মিনিট ফ্রি ইবাইক সুবিধা পাবে।

সিটি বাইক আরো জানিয়েছে, উচ্চ মূল্য সামাল দিতে তারা পাইলট চার্জিং স্টেশন স্থাপনে নগরীর পরিবহন বিভাগ এবং কন এডিসনের সঙ্গে কাজ করছে।

সিটি বাইক এক বিবৃতিতে জানিয়েছে, চার্জিং স্টেশনের নেটওয়ার্ক ভ্যানভিত্তিক ব্যাটারি বদলের প্রয়োজনীয়তা কমাবে। ই-বাইকের চার্জ এবং ব্যবহারের সুবিধার জন্য ম্যানুয়াল ব্যাটারি বদল করার কাজে আরো বিনিয়োগ করা হবে।