শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে অবাধ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।

ব্রিফিংয়ে এক সংবাদকর্মী বলেন, বিএনপি সহিংসতার পথ বেছে নিয়েছে।

বিষয়টি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণœ করছে কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এমন নির্বাচন দেখতে চাই, যেটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এটিই আমাদের নীতি এবং এ বিষয়টি আমি এখান থেকে বেশ কয়েকবার স্পষ্ট করে বলেছি।’

ওই সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি বিএনপির রাজনৈতিক সহিংসতার নিন্দা করবেন? জবাবে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, আমি আগের জবাবেই এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি।’