শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

হিজরি নববর্ষের শুভেচ্ছা বাইডেনের

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার

দুনিয়াজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসলামি নববর্ষের প্রথম দিনেই এক টুইটে তিনি এই শুভেচ্ছা জানান।

টুইটে জো বাইডেন বলেন, ‘জিল এবং আমি উদযাপন করা সমস্ত পরিবারকে ইসলামিক নববর্ষের শুভেচ্ছা জানাই। ১৪৪৬ হিজরি নববর্ষের আগমন আপনার জন্য বয়ে আনুক ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি।’

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি নতুন বছর শুরু হয় মহররমের ১ তারিখ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের দিনটিকেই হিজরি বছরের সূচনা হিসেবে ধরে নেওয়া হয়। হিজরি বর্ষ মূলত চান্দ্রবর্ষ। চাঁদ দেখার ভিত্তিতে নতুন মাস বা নববর্ষ নির্ধারণ করা হয়। দুই ঈদসহ ইসলামের অনেক ধর্মীয় বিধিবিধান চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত।