শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচিত হলে পুরো দ্বিতীয় মেয়াদেই বাইডেন দায়িত্ব পালন করবেন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে পুনরায় নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদের পুরো সময়ই দায়িত্ব পালনের জন্যে তিনি অঙ্গীকারবদ্ধ। হোয়াইট হাউস (৯ জুলাই) মঙ্গলবার এ কথা বলেছে।

বাইডেনের স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষিতে ৮১ বছর বয়স্ক এ প্রেসিডেন্ট তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে নারী মুখপাত্র কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, ‘তিনি বিশ্বাস করেন, বাইডেনকে সামনে রেখেই ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ।’

যদিও, কিছু ডেমোক্র্যাট আগামী নভেম্বরের নির্র্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানো উচিত কি-না তা নিয়ে জরুরি বৈঠক করেছেন।

সংকট বাইডেনের পিছু নিয়েছে এ কথা তিনি বিশ্বাস করেন কি-না এ প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘তিনি সামনে আগাতে চান। দলকে ঐক্যবদ্ধ করতে চান।’

পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট সামনে এগিয়ে যাচ্ছেন।’