শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

অর্ধেক দামে মেট্রোকার্ড পাবে এক মিলিয়ন নিউইয়র্কবাসী

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের মানুষ যাতে সাবওয়ে ও বাসে চলাচলে অর্ধেক দামে মেট্রো কার্ড পায় তার জন্য সদ্য পাশ হওয়া বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে ৩৩৫,৯৬৬জন মানুষ ডিসকাউন্ট মূল্যে মেট্রোকার্ড পায়। মেয়র এরিক এডামস এই সংখ্যা ১০ লক্ষে উন্নীত করতে চান। সেই লক্ষ্যে অর্থ বরাদ্দ রাখা হলেও অনেকেই অর্ধেক দামে মেট্রোকার্ড পাওয়ার জন্য আবেদন করেন না। 

ফেয়ার ফেয়ার্স নামের এই কর্মসূচীতে নিউইয়র্ক সিটিতে বসবাসরত ১৮ থেকে ৬৪ বছর বয়সী মানুষ আবেদন করতে পারবে। যেসব পরিবারের বার্ষিক আয় ফেডারেল দরিদ্র সীমার ১৪৫ শতাংশ তারা এই মেট্রোকার্ড পাবে।

আগে এই দারিদ্রসীমা ছিল ১২০ শতাংশ। যেমন একজন ব্যক্তির বার্ষিক আয় যদি ২১,৮৩৭ ডলারের কম হয় কিংবা চার সদস্যের পরিবারের যদি বার্ষিক আয় সর্বোচ্চ ৪৫,২৪০ ডলার হয় তাহলে তারা এই অর্ধেক মূল্যে মেট্রোকার্ড পাবে। অর্ধেক ভাড়ার মেট্রোকার্ড চেয়ে আবেদন করলে প্রায় ৩০দিন সময় লাগে রিভিউ করতে। একবার অনুমোদিত হলে তার মেয়াদ থাকে ১ বছর। 

মেট্রোকার্ড পাওয়ার পর যেকোনো ভেন্ডিং মেশিনে এর ব্যবহারকারী অর্ধেক মূল্যে অর্থ ভরতে পারবেন। তবে মেট্রোকার্ডে যত অর্থই যোগ হোক না কেন বাস বা সাবওয়ের ট্রান্সটাইলে সোয়াইপ করলে তা অর্ধেক ভাড়াই চার্জ করবে।