মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১ ১৪৩১   ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক ও নিউজার্সি হাতছাড়া হচ্ছে

কঠিন চ্যালেঞ্জের মুখে বাইডেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার



 
 
ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক ও নিউজার্সিতে ক্রমাগত সর্মথন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লু স্টেট হিসেবে স্বীকৃত নিউইয়র্ক ও নিউজার্সি এখন ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’-এ পরিণত হচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। এতে ডেমোক্র্যাট নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জরিপের তথ্যানুসারে নিউইয়র্ক স্টেট ও সিটির বাসিন্দারা ইমিগ্র্যান্ট ইস্যুতে ভীষণ ক্ষুব্ধ। সমন্বিত পরিকল্পনার অভাব ও নেতৃত্বের দূরদর্শিতার অভাবে পুরো নিউইয়র্ক বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে তাদের অভিযোগ। যত্রতত্র হোমলেসদের দৌরাত্ম্য, আইনশৃংখলার অবনতি ও সম্প্রতি দক্ষিণ সীমান্ত হয়ে আসা ইমিগ্রান্টদের হাতে সাধারণ নাগরিকদের নাজেহাল হবার ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কাররা মনে করেন, বাইডেন, মেয়র এডামস ও গর্ভনর হোকুল কেউই ইমিগ্র্যান্ট সংকট মোকাবেলা করতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বাইডেনের বিপর্যয় বাইডেন বিরোধী মনোভাবে আরেক মাত্রা যোগ করেছে। অনেক রেজিস্টার্ড ডেমোক্র্যাটকেই বলতে শোনা যাচ্ছে তারা বাইডেনকে ভোট দিতে আগ্রহী নয়। নিউজার্সিতে সর্বশেষ পরিচালিত জরিপে ডোনাল্ড ট্রাম্প শতকরা ৪১-৪০ মার্জিনে এগিয়ে আছেন। গার্ডেন স্টেটে এই জরিপ পরিচালনা করেছে কো ইফিসিয়েন্ট মার্চেন্ট কোম্পানী।
ইমারসন কলেজ জরিপে ট্রাম্প শতকরা ৪৬ ভাগ সর্মথনে এগিয়ে আছেন। বাইডেন পক্ষে সেখানে সমর্থন শতকরা ৪৩ ভাগ। অনেকে বাইডেন ও ট্রাম্প উভয়কেই অযোগ্য হিসেবে আখ্যায়িত করে ভোট কেন্দ্রে না যাবার কথা বলেছেন। জরিপ অনুসারে, শতকরা ৭৮ ভাগ রিপাবলিকান ট্রাম্পের পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন। পক্ষান্তরে বাইডেনের পক্ষে ‘মোটিভেটেড’ ডেমোক্র্যাটের সংখ্যা ৬৫ ভাগ। পর্যবেক্ষকরা বলছেন, বরঞ্চ ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস কিংবা সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হলে ডেমোক্র্যাটরা বেশি উজ্জীবিত হবেন। এদিকে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। একমাত্র ঈশ্বরই তাকে সরাতে পারেন, অন্য কেউ নন।
এদিকে ‘আনডিসাইডেড ও স্বতন্ত্র’ ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছেন বাইডেনের দিক থেকে। গত বিতর্কের আগে স্বতন্ত্র ভোটারদের শতকরা ৬৫ ভাগ ছিল বাইডেনের দিকে। বির্তকের পর তা নেমে এসেছে শতকরা ৪৮ ভাগে। আর এর ফলে নিউইয়র্কসহ সুইং স্টেটগুলো বাইডেনের জন্য বিপদজনক হয়ে উঠছে। নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, নিউইয়র্ক ও নিউজার্সি ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে আবির্ভূত হলে সুইং স্টেটগুলো বাইডেনের জন্য সুখকর বার্তা দিবে না।