মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১ ১৪৩১   ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

কোপা আমেরিকা

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল রোববার

আজকাল স্পোর্টস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার



টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারের কোপায় জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা। অন্যদিকে, কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াই অতীত গৌরব ফেরানোর। তাই কোনো ছাড় দেবে না হামেস রদ্রিগেজরাও।
আগামী রোববার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। ইস্ট কোস্টের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২০০১ সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার উরুগুয়েকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। ২৩ বছর পর আবারও সেই মঞ্চে কলম্বিয়ানরা। তবে সামনে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা।  
আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচের আগে কলম্বিয়াকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ২০২২ সালের পর আর আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ হারেনি দলটি। এরপর টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে দলটি। চলমান কোপা আমেরিকায়ও কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। সবচেয়ে বড় কথা, ফর্মে রয়েছেন দলটির বড় তারকা হামেস রদ্রিগেজ। দলীয় পারফরম্যান্সেও বেশ নির্ভার দলটি।
আর্জেন্টিনার জন্য ম্যাচটি আবেগে মোড়া। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দলটির তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। লিওনেল মেসিও ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই ম্যাচ দিয়ে। সেমিফাইনালে জয়ের পর এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই দুই তারকার জন্য হলেও ম্যাচটি জিততে চাইবে আর্জেন্টাইনরা।
জমজমাট ফাইনাল ম্যাচটি টিভিতে দেখা যাবে স্পোর্টস ভিত্তিক বেসরকারি চ্যানেল টি-স্পোর্টসে। এছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। পাশাপাশি সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লাইভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।