মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১ ১৪৩১   ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আমি কোথাও যাচ্ছি না: বাইডেন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০২ এএম, ১৪ জুলাই ২০২৪ রোববার

নভেম্বরের নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান চাপের মুখে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাইডেন তার পুনঃনির্বাচনের প্রচারণাকে পুনরুজ্জীবিত করার জন্য শুক্রবার এক বিশাল নির্বাচনি সমাবেশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিশিগান স্টেইটের ডেট্রয়েট শহরে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত উল্লসিত জনতাকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন- তিনি এই নির্বাচন থেকে পিছু হটবেন না এবং প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেছেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছি এবং আমরা জিততে যাচ্ছি।’ ‘মোটাউন ইজ জোটাউন’ ব্যানার বহনকারী জনতা এ সময় বাইডেনকে উদ্দেশ্য করে ‘তুমি পদত্যাগ করো না’ স্লোগান দিতে থাকে। জনতার স্লোগানের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেন, ‘আমিই মনোনীত প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না।’

সমাবেশে উপস্থিত সংবাদকর্মীদের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘তারা আমাকে আঘাত করছে; অনুমান করুন, ডনাল্ড ট্রাম্প একটি ফ্রি পাস পেয়েছেন।’

তিনি বলেন, ‘আশা করি বয়সের সঙ্গে সঙ্গে একটু জ্ঞানও আসে, আমি জানি কিভাবে সত্য বলতে হয়, আমি কোনটা সঠিক এবং কোনটা ভুল তা জানি ... এবং আমি জানি অ্যামেরিকানরা একজন প্রেসিডেন্ট চায়, স্বৈরশাসক নয়।’

এ সময় বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে প্রথম ১০০ দিনের মধ্যে গর্ভপাতের অধিকার নিয়ে কাজ করা, জন লুইস ভোটিং রাইটস অ্যাক্টে স্বাক্ষর করা, চিকিৎসা ঋণের সমাপ্তি, ন্যূনতম মজুরি বাড়ানো এবং আক্রমণের জন্য অস্ত্র নিষিদ্ধ করাসহ কী করতে চান তাও উল্লেখ করেছেন।

কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এই ব্যাপক পরিবর্তনগুলো কঠিন বা অসম্ভব হবে।
প্রেসিডেন্ট বাইডেনের শুক্রবারের সমাবেশে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, ডেমোক্র্যাটিক সেনেটর ডেবি স্ট্যাবেনো ও গ্যারি পিটার্স উপস্থিত না থাকলেও স্টেইটের ইউনিয়ন এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে শুক্রবার বাইডেন ডেট্রয়েটের শহরতলির একটি রেস্তোরাঁয় হঠাৎ করে থেমে সবাইকে বলেছেন যে তিনি বাকি ‘কাজ শেষ করার’ পরিকল্পনা করেছেন।

ওই সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি ... আমি ঠিক আছি।’ মিশিগানের সমাবেশের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার বিডেন দুই বিশিষ্ট ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমস ক্লাইবার্ন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সমর্থন পেয়েছেন।

তারা নভেম্বরের নির্বাচনে থাকার জন্য বাইডেনের পক্ষে বিবৃতি দিয়েছেন। এ ছাড়াও শুক্রবার বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইন ‘শ্রমিক শ্রেণীর পাশে’ দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেছেন, , যিনি আগে বাইডেনের প্রেসিডেন্ট পদে জয়ের সম্ভাবনা নিয়ে চিন্তিত থাকার কথা জানিয়েছিলেন।

কিন্তু শুক্রবার আরও দুইজন কংগ্রেসম্যানসহ এখন পর্যন্ত মোট ১৯ জন ডেমোক্র্যাট সদস্য তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেসিডেন্ট বাইডেন এখন পর্যন্ত দলের শীর্ষ নেতাদের সমর্থন ধরে রেখেছেন।