মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১ ১৪৩১   ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের রক্তাক্ত ছবি দিয়ে চীনের টি-শার্ট ব্যবসা!

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বর্বর হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই ব্যতিক্রমী এক কর্মকান্ডে আলোচনায় এসেছে চীনের একটা সংস্থা। হামলার দুই ঘণ্টা না যেতেই ট্রাম্পের রক্তাক্ত ছবি দিয়ে টি-শার্ট বানিয়ে বাজারে ছেড়েছে সংস্থাটি।

টি-শার্টটিতে দেখা যাচ্ছে, হামলার মুহূর্তে ট্রাম্পের ডান কান চেপে বসে পড়ার ছবি। ছবিটির উপরে লেখা, গুলি আমাকে আরও শক্তিশালী করেছে।

ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র দুঘণ্টার মধ্যেই কীভাবে এই টি-শার্ট তৈরি করা সম্ভব হলো, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এ নিয়ে চীনের টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই জানান, ট্রাম্পের উপর হামলার পরেই এই বিষয়ের উপরে টি-শার্ট চেয়ে আমেরিকা এবং চীনের প্রায় ২০০০ জন আবেদন করেন।

তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবি ছাপানো সম্ভব হয়েছে। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দেওয়া হয়। হু হু করে বিক্রিও হতে শুরু করে। চীনের একটি টি-শার্ট প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, তারা স্রেফ ট্রাম্পের উপর হামলার একটি ছবি ডাউনলোড করে রেখেছিল। ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে সেই ছবি টি-শার্টের উপর ছাপিয়ে দেওয়া হয়।

শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তার বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন প্রাক্তন প্রেসিডেন্ট। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ।