শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের সমাবেশে নিহত দমকলকর্মী কোরি কম্পেরাটোর

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার

পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময় দমকল কর্মী কোরি কম্পেরাটোর নিহত হয়েছেন। ট্রাম্পের ২০২৪ সালের পুনর্নির্বাচন প্রচেষ্টার অংশ পেনসিলভেনিয়ার বাটলারে সমাবেশে অংশ নেয়া হাজার হাজার সমর্থকের মধ্যে কম্পেরেটর একজন। পরিবারকে রক্ষা করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।

কর্তৃপক্ষ শনিবারের হামলায় বন্দুকধারীকে ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস বলে শনাক্ত করেছে, যাকে সিক্রেট সার্ভিস এজেন্টরা ঘটনাস্থলে গুলি করে হত্যা করে। এফবিআই এই হামলাকে হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করছে বলে জানিয়েছে সংস্থাটি।

গভর্নর শাপিরো বলেন, ‘আমি কোরি কম্পেরাটোরের স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলেছি।’

গভর্নর জানান, কোরি ছিলেন দমকলকর্মী। প্রতি রোববার গির্জায় যেতেন তিনি। তিনি তার কমিউনিটি ও পরিবারকে ভালোবাসতেন। কোরি কম্পেরাটোর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং গত রাতে কমিউনিটিতে তার সঙ্গে থাকতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন।

গভর্নর বলেন, ‘আমি কোরির স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে, কোরি কম্পেরাটোরের মৃত্যুর শোক আমরা ভাগ করে নিতে পারি কিনা। তিনি সম্মতি দিয়েছেন।’

শাপিরো বলেন, তিনি কম্পেরাটোরের স্মরণে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। পেনসিলভেনিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি, যার ফলে তার মুখ রক্তে ভেসে গেছে।

রিপাবলিকান দলের কংগ্রেসম্যান ড্যান মিউজার সিএনএনকে বলেন, তিনি পেনসিলভেনিয়ার সিনেট প্রার্থী ডেভ ম্যাককরমিক ও রিপাবলিকান প্রতিনিধি মাইক কেলির সঙ্গে সমাবেশের সামনের সারিতে বসেছিলেন। তিনি মঞ্চের '২০ ফুটের বেশি পেছনে' একজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন বলে জানান।

পেনসিলভেনিয়ার গ্রোভ সিটির সার্জন জোসেফ মেইন সিএনএনকে বলেন, তিনি এক ব্যক্তির মরদেহ স্টেডিয়ামের বাইরে নিয়ে যেতে সাহায্য করেন। তিনি ট্রাম্পের ভাষণের ভিডিও করছিলেন, তখন হঠাৎ তিনি গুলির শব্দ শুনতে পান।

মেইন সিএনএনকে বলেন, ‘আমি যখন পেছনে যাচ্ছিলাম, তখন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পরপর সাতটি গুলির শব্দ শুনতে পাই। আমি বন্দুকের শব্দের সঙ্গে পরিচিত, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি এটি বন্দুকের গুলি।’

টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি রনি জ্যাকসন জানিয়েছেন, গোলাগুলিতে তার ভাগ্নেও আহত হয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাকসন বলেন, তার ভাগ্নের ঘাড়ে আঘাত লেগেছে, ঘাড় কেটে গেছে এবং তার রক্তক্ষরণ হচ্ছে। 

কংগ্রেসম্যান এই ঘটনাকে ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ বলে অভিহিত করেছেন। গোলাগুলির ঘটনার প্রত্যক্ষদর্শী আরেকজন ‘সম্পূর্ণ হতবাক’ হওয়ার মতো পরিবেশের বর্ণনা দিয়েছেন।