শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে অধীর আগ্রহে ট্রাম্প

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। বুধবার মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে একমাত্র বিদেশি নেতা হিসেবে চতুর্থবারের মতো ভাষণ দেবেন তিনি। এরপর তার দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এবার তার সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পও।

বৃহস্পতিবার ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা জানান ট্রাম্প। গত ১৮ জুলাই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর যা কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

নেতানিয়াহুকে স্বাগত জানাতে উন্মুখ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে লিখেছেন, ‘বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে বিবি নেতানিয়াহুকে স্বাগত জানানোর জন্য উন্মুখ আমি। আমার প্রথম মেয়াদে, আমরা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলাম। এমনকি ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। আশা করি, আমরা আবার সেটি করবে পারব।’

এর আগে গত ১৯ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি সাম্প্রতিক সপ্তাহগুলিতে জেলেনস্কি এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বলেছি, আমার শান্তির মাধ্যমে শক্তির এজেন্ডা তৈরি করব। যা বিশ্বকে দেখাবে এই ভয়ংকর ও মারাত্মক যুদ্ধ এবং সহিংস সংঘাতের অবসান হওয়া উচিত। লাখ লাখ মানুষ মারা যাচ্ছে যা কমলা হ্যারিস কোনোভাবেই থামাতে সক্ষম নন।’