কমলা প্রেসিডেন্ট হলে দেশকে ধ্বংস করে দেবেন: ট্রাম্প
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। তিনি একজন ‘উগ্র বাম পাগল’। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সমাবেশেই তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন।
বাইডেন সরে দাঁড়ানোয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। কমলার প্রার্থিতার বিষয়টি সামনে আসার পর ট্রাম্প তার করা প্রথম সমাবেশে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আক্রমণের নিশানা করলেন।
বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু তুলে কমলাকে আক্রমণ করেন ট্রাম্প। বলেন, অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত।
ট্রাম্প বলেন, কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে।
গর্ভপাত বিষয়ে কমলার অবস্থান নিয়েও তাকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে কমলা। তিনি শিশুহত্যার পক্ষে।
কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।