নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধীই নন, মিথ্যাবাদীও: মার্কিন সিনেটর
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধীই নন, তিনি মিথ্যাবাদীও বটে। বুধবার মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেওয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যান্ডার্স এ মন্তব্য করেন।
শীর্ষ পর্যায়ের এ মার্কিন সিনেটর বলেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। একই সঙ্গে তিনি একজন মিথ্যাবাদীও বটে। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। ’
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন।
মার্কিন সিনেটর বলেন, ইসরাইলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়। আর এজন্যই আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন।
এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে স্যান্ডার্স সুস্পষ্টভাবে বলেন যে, মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো ঘটনা দেখল গোটা বিশ্ব।
স্যান্ডার্স লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণ। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে।
তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।
স্পষ্টবাদী সিনেটর হিসাবে স্যান্ডার্স এর আগেও বহুবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী যে দমন-পীড়নমূলক নীতি অনুসরণ করে আসছে, তার প্রতি সমর্থন জানানোর জন্য মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনাও করে থাকেন মার্কিন কংগ্রেসের অন্যতম জ্যেষ্ঠ এই সিনেটর।
এদিকে স্যান্ডার্স ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। তারা জানান, গাজা যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এ ভাষণে তারা অংশগ্রহণ করতে চান না। গাজা যুদ্ধের কারণে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সিনেটর ক্রিস ভ্যান বলেছেন, নেতানিয়াহুর জন্য এই ভাষণ ইসরাইলে সমর্থন বাড়ানোর চেষ্টা। আমি এই প্রতারণার অংশ হতে চাই না।
সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি এবং ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারেও ভাষণটি বর্জন করবেন।
প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ।