শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৬০ টি ফ্লাইট বিলম্বিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার

৮ নম্বর টার্মিনালে আকস্মিক অগ্নিকান্ড
জেএফকে’তে আতঙ্কিত একটি সকাল
 

গত বুধবার সকালে এক আকস্মিক অগ্নিকান্ডে অচল হয়ে পড়ে জেএফকে বিমানবন্দর। নিউইয়র্কের ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, বিশৃঙ্খলা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় আতঙ্কগ্রস্ত ১ হাজারের বেশি যাত্রীকে জরুরীভাবে টার্মিনাল থেকে বের করে বিমানন্দরের বাইরে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। কালো ধোঁয়ায় বিমানবন্দরের ভেতরের বিশাল এলাকা ছেয়ে  গেলে আশপাশের সব কিছুই ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।   
জেএফকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এই অগ্নিকান্ড ঘটে। আগুনের ঘটনায় বন্ধ হয়ে যায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। এ ঘটনায় ১৬০টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।  
বিমানবন্দর সূত্র থেকে জানা  গেছে, বিভিন্ন দেশের বহির্গমন ফ্লাইটের শতশত যাত্রী ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেছিলেন। হঠাৎ বিকট শব্দে টার্মিনালের ভেতর ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠলে যাত্রীরা ছুটাছুটি শুরু করেন। যাত্রীদের লাগেজ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ সময় ৮ নম্বর টার্মিনালে এক হাজারের বেশি যাত্রীর উপস্থিতি ছিল বলে জানা গেছে। আগুন লাগার অটো অ্যালার্ম পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। টার্মিনাল-৮ এর অভ্যন্তরের একটি এক্সেলেটরের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানান হয়েছে। ।
পোর্ট অথরিটি কর্র্তৃপক্ষ জানিয়েছেন, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মীরা প্রথমেই আতঙ্কগ্রস্ত শতশত যাত্রীদের টার্মিনাল থেকে বাইরে  সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। আগুনের ঘটনায় হুড়োহুড়িতে যাত্রীদের ২১ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা যায়।
আগুন লাগার পর জেএফকে বিমানবন্দর কর্র্তৃপক্ষ তাদের ‘এক্স’-এ লিখেছেন, অনিবার্য কারণে টার্মিনাল ৮-এ বিমান চলাচল বিঘিতœ হয়েছে। বিমানের সময়সূচি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
টার্মিনাল ৮-এ দাঁড়িয়ে থাকা অ্যামেরিকান এয়ারলাইন্স, বৃটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসেফিকস-এর বিমান দ্রুত দূরে সরিয়ে নেওয়া হয়। এই সময়েই এসব বিমানের জেএফকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। অ্যামেরিকান এয়ারলাইন্স তাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার ঘোষণা দেয়। পোর্ট অথরিটি কর্র্তৃপক্ষ জানিয়েছেন, সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে সবকিছু সামাল দিতে। আগুন লাগার ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।