শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্রীনকার্ড প্রাপ্তির সুযোগ আসছে!

মনোয়ারুল ইসলাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৭ এএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার

লক্ষাধিক বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের
 

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুখবর নিয়ে কংগ্রেসে বিল উপস্থাপিত হলো। গ্রাজুয়েশন শেষ করার পর চাকুরি ও বসবাসের সুযোগের দ্বার উন্মোচিত হবে বিলটি পাশ হলে। আর ৫ বছর কাজ করার পর গ্রীনকার্ড প্রাপ্তি ও সিটিজেনশীপের জন্য পথ প্রশস্থ হবে। শিক্ষাজীবন শেষে দেশে ফিরে যাবার বাধ্যবাদকতার অবসান হবে। গ্রাজুয়েশন শেসে অবৈধের তকমা নিয়ে পড়ে থাকতে হবে না স্বপ্নের আমেরিকায়। আমেরিকায় অধ্যয়নরত প্রবাসী ছাত্রছাত্রীদের স্বপ্ন- শিক্ষা শেষ করে আমেরিকায় কাজ করা ও গ্রীনকার্ড নিয়ে স্থায়ীভাবে বসবাস।
বিদেশি ছাত্রছাত্রীদের কল্যানে এই বিলটি এনেছেন মিশিগান থেকে নিবাচিত কংগ্রেসম্যান শ্রী থানডার। বিলটির নাম হচ্ছে ‘কিপ স্টিম গ্রাজুয়েটস ইন আমেরিকা অ্যাক্ট’। স্টিম হচ্ছে সায়েন্স,টেকনোলোজি,ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেমেটিক্স সহ ৪ বছরের গ্রাজুয়েট কোর্স। এই কোর্সটি যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকহারে পছন্দেরও। কংগ্রেসম্যানের প্রস্তাবিত আইনের লক্ষ্য হচ্ছে এইসব শিক্ষার্থীদের তথ্য ডাটার আওতায় এনে এইচ-১বি ভিসার সংস্করন করে শিক্ষা শেষে তাদের চাকুরির ব্যবস্থা করা। এতে গ্রাজুয়েটরা সহজেই এইচ-১ ভিসা পাবে। তবে এর আগে গ্রাজুয়েটরা যুক্তরাষ্ট্র কর্তৃক ‘অপশনাল প্রাকটিক্যাল টেনিং (ওপিট)’ করার সুযোগ পাবেন। এজন্য তারা পাবেন ওয়ার্ক পারমিট সহ এফ-১ ভিসা। যার মেয়াদ হবে ১২ মাস। তবে এই ভিসার মেয়াদ আবেদনের ভিত্তিতে আরও ২৪ মাস বাড়ানো যাবে। আমেরিকায় গ্রাজুয়েটেড এইসব মেধাবীদের দেশের শিল্প ও অর্থনীতিতে কাজে লাগানোর জন্য এইচ-১বি ভিসা সংস্কারের প্রস্তাব করা হয়েছে। কংগ্রেসম্যানরা বিশ্বাস করেন, টেকনোলোজি ও সায়েন্স বিষয়ে বিদেশি  গ্রাজুয়েটরা আমেরিকার উন্নয়ন ও ইনোভেশনে অবদান রাখতে পারে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন আইন অনুসারে, এইচ-১বি ভিসায় ৫ বছর কাজ করার পর এম্পলয়ারের স্পন্সরশীপে যে কেউ গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারেন। আর গ্রীনকার্ড প্রাপ্তি হচ্ছে আমেরিকান সিটিজেনশীপের প্রথম ও একমাত্র পদক্ষেপ।
ফাউন্ডেশন ফর ইন্ডিয়া এই আইনকে স্বাগত জানিয়েছে। তারা কংগ্রেসম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভারতের ৩ লাখ স্টুডেন্ট সহ লক্ষাধিক বিদেশি শিক্ষার্থী এই বিল থেকে উপকৃত হতে পারবে। বাংলাদেশি প্রায় লক্ষাধিক শিক্ষার্থীও আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
এদিকে রিাপইলকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাপম্প এক নির্বাচনী সভায় শিক্ষিত গ্রাজুয়েট কাগজপত্রহীন ইমিগ্রান্টদের বৈধতাদানের ঘোষণা দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে শিক্ষিত ইমিগ্রান্টদের দেশের উন্নয়নে কাজে লাগাবেন। ইমিগ্রান্ট বিশেষজ্ঞরা শ্রী থানডারের বিলটিতে রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যদের সর্মথন থাকবে বলে ধারনা করছেন।