বরাদ্দ হ্রাসে সংকটের মুখে হোম কেয়ার সিডিপ্যাপ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৮ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
পিসিএ এখন রোগী ও কেয়ারগিভারদের ভরসাস্থল
কনজুমার ডাইরেক্টেড পারসোনাল এসিসট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ)-এর মাধ্যমে সেবা গ্রহণরত রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দ অর্থ হ্রাস করা হয়েছে। গতকাল ১আগস্ট বৃহস্পতিবার থেকে এ সংক্রান্ত আদেশ কার্যকর হয়েছে। এতে সংকটের মুখে পড়তে চলেছে সিডিপ্যাপ ব্যবসা। সরকারি এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশি সহ লাখ লাখ রোগী, হেলথকেয়ার এসিসট্যান্ট ও হোম কেয়ার ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন।
মেডিকেইড-এর নির্দেশে প্রতি রোগীর সেবা বাবদ বরাদ্দ কমানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এতে এখন সরকার থেকে যে পরিমান অর্থ প্রতি ঘন্টায় পাওয়া যাবে তা বর্তমানের তুলনায় অনেক কম। হেলথ কেয়ার কর্মীর বেতন, আফিস ভাড়া ও স্টাফদের বেতন দেয়ার পর হোম কেয়ার ব্যবসায়ীদের হাতে কিছু আর থাকবে না। এই ক্ষেত্রে রেট কমিয়ে দিলে কেয়ার গিভার ও রোগীরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। সিডিপ্যাপের অধীনে বাবা মা কিংবা আত্মীয়স্বজনের সেবা দিয়ে হাজার হাজার মানুষ অর্থ উপার্জন করছেন। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও বিপুল। তাদের বেতন ব্যাপকহারে কমে যাবে। সেবক-সেবিকারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ইতোমধ্যেই এমএলটিসির চিঠি পেয়েছেন হোম কেয়ার ব্যবসায়ীরা। এতে অর্থ হ্রাস সংক্রান্ত ডিপার্টমেন্ট অব হেলথের নির্দেশনা রয়েছে। এদিকে সিঙ্গেল এফআই এর মাধ্যমে হোম কেয়ার ব্যবসার দেখাশোনা শুরু হলে আরেক বিপর্যয় নেমে আসতে পারে। অনেক সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে সংকটাপন্ন সিডিপ্যাপ থেকে বেরিয়ে এসে পিসিএ-এর অধীনে সেবা নেয়ার পক্ষে সংশ্লিষ্ট মহল মত প্রকাশ করেছেন। সিডিপ্যাপে ট্রেনিং না নিয়েই রোগীকে সেবা দেয়া যেত। পিসিএ তে সেবাদানকারিকে অবশ্যই কেয়ার গিভারের সার্টিফিকেট লাগবে। একটি কোর্স সম্পন্ন করেই সার্টিফিকেট প্রাপ্ত কেয়ার গিভার হওয়া যায়। সরকারের নতুন নিয়ম সিডিপ্যাপের ওপর আরোপিত হল্ওে তা পিসিএ’র ওপর কার্যকর নয়। রোগী ও কেয়ার গিভারের ক্ষতি হবার সম্ভাবনা নেই। এমতাবস্থায় সিডিপ্যাপের রোগীরা সহজেই পিসিএ-তে স্থানান্তরিত হতে পারেন।
এ ব্যাপারে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, সিডিপ্যাপ নিয়ে হেলথ ডিপার্টমেন্টের একটি নির্দেশনা জারি হয়েছে। এতে সিডিপ্যাপের ব্যবসায়ী ও কেয়ারগিভাররা ক্ষতিগ্রস্ত হবেন। তবে পিসিএ এই নির্দেশনার আওতায় নেই। তাই ক্ষতির হাত থেকে রেহাই পেতে তিনি পিসিএ-তে যোগ দেয়াকে শ্রেয় মনে করেন। তিনি বলেন, পিসিএ সার্ভিসের জন্য কেয়ার গিভারদের শুধুমাত্র একটি কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে। এই সার্বিক বিষয়ে তার প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান শাহ নেওয়াজ। গোল্ডেন এজ-এর রয়েছে পিসিএ সার্ভিস, রয়েছে প্রশিক্ষণের জন্য একটি স্কুল। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬ ৫৯১ ৮৩৯৬ টেলিফোন নম্বরে তার সাথে যোগাযোগ করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।