শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিবিতে ‘ভাতের হোটেল’ বন্ধ : হারুনের প্রতিক্রিয়া

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার


 
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারুনের সেই ‘ভাতের হোটেল’ বন্ধ হয়ে গেল। এই পদ থেকে হারুন অর রশীদকে সরিয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক নেতা, চিত্রনায়িকা, ছাত্রনেতাদের সঙ্গে ডিবি কার্যালয়ে হারুন অর রশীদের ভাত খাওয়ার ছবি যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর থেকে এই অফিসের নাম হয়ে যায় ‘হারুনের হোটেল’। এ নিয়ে আলোচনা-সমালোচনা এবং নিন্দার ঝড় ওঠে। কোটা সংস্কারের আন্দোলনে  গ্রেপ্তার করা ৬ সমন্বয়ককে সাথে নিয়ে হারুনের ভাত খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর ‘জাতির সঙ্গে তামাশা’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট  বেঞ্চ। এই ঘটনার কয়েকদিন পর হারুনের একটি অশ্লিল ভিডিও ভাইরাল হলে গেলে তাকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে তিনি সাংবাদিকদের কাছে ক্ষোভ জানিয়ে বলেন, এই ভিডিওটি একটি গুজব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের গেটে উপস্থিত সাংবাদিকদের হারুন বলেন, ‘ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ গুজব। আমার তিন বছরের দায়িত্বকালীন  সময়ে আমি নিজেকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করেছি। আমি ডিবিতে থাকাকালীন মতিঝিলের মার্ডার থেকে শুরু করে এমপি আনারের মতো অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ঘটনা ঘটেছে। কোনো নিরীহ লোককে এখানে আমরা হয়রাণি করিনি’।
তিনি বলেন, যারা এই সকল ঘটনার সাথে জড়িত, বিশেষ করে যারা বিভিন্ন জায়গাগুলোতে আগুন লাগিয়েছে, যারা স্বপ্নের মেট্রোরেলে ভাঙচুর আগুন লাগিয়েছে, যারা আমাদের পুলিশ সদস্যদের জ্বালিয়ে হত্যা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গত বুধবার প্রজ্ঞাপন জারি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।
একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।