মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিদ্বন্দ্বিতায় সেলিম-আলী ও রুহুল-মিন্টু

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার

বাংলাদেশ সোসাইটির নির্বাচন

 
আগামী অক্টোবরে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। সোসাইটির এবারের ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। ৩০ জুন ভোটার নিবন্ধিকরণের শেষ তারিখ পার হওয়ার পরপরই আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীকে সভাপতি ও সম্পাদক করে একটি প্যানেল ঘোষণা করা হয়। অপর প্যানেল তাদের  প্রার্থীদের নাম ঘোষণা বিলম্বিত করে। গত ২৭ জুলাই অপর প্যানেল তাদের সভাপতি পদে রুহুল আমিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টুর নাম ঘোষণা করেছে।
উল্লেখ্য, সোসাইটির নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই অ্যাডভোকেট জামাল আহমেদ জনিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কাজকর্ম এখনো শুরু হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই নির্বাচন কমিশন তাদের তৎপরতা শুরু করবে।
রুহুল-জাহিদ প্যানেলের অন্য পদে কারা থাকবেন তা এখনও ঠিক হয় নি। তবে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। আগামী কিছু দিনের মধ্যেই পুরো প্যানেল ঘোষণা করা হবে। তবে সহ-সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে নওশাদ হোসেন। অন্যান্য পদে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, মাইনুল উদ্দীন মাহবুব, শাহাদাত হোসেন, রিজু মোহাম্মদ, সাদী মিন্টু, রুমানা আহমেদ।

অন্যদিকে সেলিম-আলী প্যানেলও পুরো প্যানেল তৈরিতে ব্যস্ত। প্যানেলের সম্ভাব্য সহ-সভাপতি হিসাবে রয়েছেন মহিউদ্দিন দেওয়ান, কাজী শাখাওয়াত হোসেন আজম, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি। অন্য পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- আহসান হাবিব, মোস্তফা অনিক রাজ, এ বি সিদ্দিক পাটোয়ারি।