ফেসবুক প্রোফাইল পিকচার লালে রঞ্জিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৬ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশে কোটা বিরোধি গণহত্যায় সোশ্যাল মিডিয়া লালে লাল। রঞ্জিত হয়েছে রক্তের রঙে। বাদ যাননি নোবেল বিজয়ি প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসও। তিনিও গতকাল বৃহস্পতিবার তার ফেসবুক প্রোফাইল পিকচার লাল করেছেন। ‘রক্ত লাল’ প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ ও প্রবাসিরা। শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে, শিল্পী-সংস্কৃতিসেবীরাও যোগ দেন। চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এরপর প্রতিবাদ চলে অনলাইন ও অফলাইনে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাল রক্তে ছেয়ে যায়। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যায়, তেমনি কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ে লাল রঙ। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নেটিজেন নিজেদের ফেসবুক ‘প্রোফাইল পিকচার’ কিংবা ‘কাভার ফটো’ পরিবর্তন করে লাল রঙ সেঁটে দেন। বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এমনটা করেছেন। অনেকে এখনও করছেন। বৃহস্পতিবার ফেসবুকে নিজের অফিসিয়াল এবং ভেরিফাইড পেইজের প্রোফাইল পিকচার লাল করেন প্রফেসর ইউনূস। তার ওই পেইজে দেশ-বিদেশের প্রায় ২৫ লাখ ফলোয়ার রয়েছেন।