শেখ মুজিব ও হাসিনার ছবি নামিয়ে দিয়েছে বিএনপি সমর্থকরা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৭ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার
দূতাবাস ও কনস্যুলেট থেকে
বিএনপি সমর্থকদের চাপে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে কনসাল জেনারেলের অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়েছে। জানা গেছে, বিএনপির সমর্থকরা দূতাবাসে ঢুকে তাদের ছবি অপসারণ করেন। একই অবস্থা হয়েছে নিউইয়র্ক কনসাল জেনারেলের অফিসেও। গত ৬ আগস্ট বিএনপি সমর্থকদের চাপে এ দুৃটি সরকারী অফিস থেকে তাদের ছবি নামিয়ে ফেলা হয়।
৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়ার পরও দূতাবাস ও কনসাল অফিস থেকে শেখ হাসিনার ছবি নামানো না হলে প্রবাসের আন্দোলনকারীরা অফিস দুটিতে ঢুকে তা নামিয়ে ফেলতে বাধ্য করে।
এ বিষয়ে জানতে ওয়াশিংটন বাংলাদেশের রাষ্ট্রদূত মো: ইমরানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে নিউইয়র্কে কসনাল জেনারেল নাজমুল হুদাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সকালেই নামিয়ে ফেলি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার সরকারী কোন নির্দেশনা আমি পাইনি। তাই যথাস্থানে ছবিটি রাখা ছিল। কিন্তু ৬ আগস্ট বেশকিছু বিএনপি কর্মী আমার অফিসে ঢুকে ছবি নামানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এক পর্যায়ে ছবিটি নামিয়ে ফেলা হয়। তিনি বলেন, আমরা সরকারী নির্দেশনার বাইরে কিছু করতে পারি না।