শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং খাতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫২ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার

‘আজকালে’র সঙ্গে সাক্ষাৎকারে উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ব্যাংকিং খাতের অনিয়ম দূর করার জন্য সরকার জোরালো পদক্ষেপ গ্রহণ করবে। ব্যাংকিং সেক্টরে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ গ্রহণ করার কিছুক্ষণ পরই সাপ্তাহিক ‘আজকাল’কে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালি করার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।  উল্লেখ্য, নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে ড. সালেহ উদ্দিন আহমেদ গতকাল শপথ নিয়েছেন।
বাংলাদেশে ব্যাংকিং খাতের ভয়াবহ অনিয়ম, দুর্নীতি, অর্থপাচার, রেমিটেন্স নিয়ে কারসাজির বিরাজমান অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে এইমাত্র বাসায় ফিরলাম। সারাদিন ব্যস্ত থাকায় বেশ ক্লান্ত বোধ করছি। নতুন দায়িত্ব হিসেবে আমাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে আমাদের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বিশ্ব বাজারে আমাদের ব্যবসা বাড়ানোর জন্য নতুন করে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর এবং ব্যবসা বাণিজ্য পরিবর্তনে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী দিনগুলোতে ঝিমিয়ে পড়া অর্থনীতির খাতগুলোকে চিহ্নিত করে আমরা তা জোরদার করার উদ্যোগ নেব। কারণ মানুষের কর্মসংস্থানের বিষয়টি মনে রেখেই আমরা কাজ করবো বলে আশা করছি। বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসা খাতকে কিভাবে আরও উন্নয়ন ঘটানো যায় সে বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দেব।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আবদুর রউফ তালুকদার গত ৫ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না। বিষয়টি কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমি এখনো এ বিষয়ে পুরোপুরি জানি না। ব্যস্ততার কারণে নজর দেওয়া হয়নি। আজকে মাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো। দায়িত্ব পাবার পর ব্যাংকিং খাত নিয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হবে। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি।
বাংলাদেশে অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও অবদান রাখায় ড. সালেহ উদ্দিন আহমেদ সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে  আসছেন। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশাবাদী সকলে।