প্রতি সন্তানের জন্য অতিরিক্ত ৩৩০ ডলার চাইল্ড ক্রেডিট
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০০ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার
নিউইয়র্কাররা প্রতি সন্তানের জন্য ৩৩০ ডলার অতিরিক্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন । গভর্নর ক্যাথি হোকুল ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। গভর্নর নিউইয়র্কের স্বল্প ও মধ্যম আয়ের পরিবাররগুলোকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বাইরে আরও সাহায্যের লক্ষ্যে ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দেন। এই অর্থ এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে পরিবারের প্রতি সন্তানের জন্য ৩৩০ ডলার দেয়া হবে। আর যেসব পরিবারের তিনটি শিশু রয়েছে তারা পাবেন ১ হাজার ডলার করে । এ অর্থের জন্য কাউকে আবেদন করতে হবে না। এক বিবৃতে গভর্নর ক্যাথি হোকুল বলেন, আমরা ১০ লাখেরও বেশি নিউইয়র্কবাসীর পকেটে ডলার পাঠাচ্ছি।
স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স অনুসারে, ২০২৩ কর বছরের জন্য নিউইয়র্ক স্টেট এম্পায়ার চাইল্ড ক্রেডিটের জন্য কমপক্ষে ১০০ ডলার পেয়ে থাকলেই এ অর্থ পাবার যোগ্য বলে বিবেচিত হবেন।
ইতোমধ্যেই অতিরিক্ত এই অর্থের চেক স্টেট থেকে ইস্যু করা শুরু হয়েছে। গর্ভনরের অফিসের তথ্যানুসারে, এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট হল আয়যোগ্য নিউইয়র্কের বাচ্চাদের জন্য একটি ট্যাক্স ক্রেডিট। ২০২৩ সালে গভর্নর হোকুল স্টেট আইনসভা চার বছরের কম বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করার জন্য এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট প্রসারিত করেছেন। এর ফলে প্রতি বছর আনুমানিক ৬ লাখ অতিরিক্ত শিশু উপকৃত হয়েছে। এ বছরের শুরুতে এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট পাওয়ার জন্য যোগ্য ১ মিলিয়নেরও বেশি পরিবার।