৯-১১ আগস্ট ফিলাডেলফিয়ায় মুনা’র কনভেনশন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৫ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা’র তিনদিনব্যাপী কনভেনশন আগামী ৯, ১০, ১১ আগস্ট শুক্রবার, শনিবার ও রোববার ২০২৪ অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার সুবিশাল দৃষ্টি নন্দিত ‘পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে’। কনভেনশন বাস্তবায়নে বিভিন্ন বিভাগ ভিত্তিক একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। টিমের চেয়ারম্যান মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, সিপিএ।
মুনা নেতৃবৃন্দ জানিয়েছেন, পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ কনভেনশনে যুক্তরাষ্ট্রের সকল ষ্টেট থেকে সকল বয়সের ২০-২৫ হাজার নারী পুরুষ এবং শিশু-কিশোর অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যে মুনার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় সবকটি ষ্টেট থেকে আসবেন অংশগ্রহণকারীরা।
মোট কথা তিন দিনব্যাপী কনভেনশনের মুল উদ্দেশ্য উত্তর আমেরিকায় বাংলাভাষী মুসলিমরা যে যেখানেই বসবাস করছেন সেখানে প্রত্যেকে ইসলামী চেতনাকে সমুন্নত রেখে জীবন পরিচালনার তাগিদকে পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি করা।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহতা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সব কয়েকটি ষ্টেটে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট।