মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিক্ষোভ চলছে বাংলাদেশ ব্যাংকে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৬ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার

গভর্ণরের পদত্যাগ দাবী: তোপের মুখে সাইদুর

আজকাল রিপোর্ট
ব্যাংকিং সেক্টরে দুর্নীতি প্রসারে জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন সাধারণ কর্মকর্তা ও কর্মচারিরা। তারা দুর্নীতিবাজ ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষটি ৬ আগস্ট তিন ঘন্টা অবরোধ করে রাখেন। পরে তাকে পদত্যাগে বাধ্য করানো হয় বলে জানা যায়।
উল্লেখ্য, পদত্যাগী ডেপুটি গভর্নরের নেতৃত্বে গত মে মাসে ৩০ টি ব্যাংকের এমডি এক বিলাসবহুল সফরে আমেরিকা। নিউইয়র্কে গত ২৪ মে ‘অফসোর ব্যাংকিং’-এর নামে একটি হোটেলে চার ঘন্টার এক অনুষ্ঠানে ৫৫ হাজার মার্কিন ডলার খরচ করা হয়। অনুষ্ঠানে অফসোর ব্যাংকিং ও রেমিট্যান্স নিয়ে ডেপুুটি গভর্নর কাজী সাইদুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদাসহ ৪ ব্যাংকের এমডি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা দেশের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর-১ কাজী সাইদুর রহমান পদত্যাগের সিদ্ধান্ত নেন। আরও তিন ডেপুটি গভর্নর, হেড অফ বিএফআইইউ ও নীতি উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। তবে ডেপুটি গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কাজের জন্য আপাতত দায়িত্বে থাকবেন নূরুন নাহার। বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
কেন্দ্রীয় ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারিরা দাবি জানান, অবিলম্বে গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, একজন উপদেষ্টা ও আর্থিকখাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। গত ৫ আগস্টের পর থেকে গভর্নর আবদুর রউফ তালুকদার অফিসে আসছেন না বলে জানা গেছে।