বাংলাদেশে ভোট চান মার্কিন কংগ্রেসম্যান সোটো
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন সোটো বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা। শুক্রবার ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে একমত প্রকাশ করে এক্স হ্যান্ডলে তিনি টুইট করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত জনপ্রিয় কংগ্রেস সদস্য মি. সোটো লিখেন, জনগণকে ভোট দিতে দিন।
উল্লেখ্য, ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক বছর যাবত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে মি. সোটো একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মি. সোটো মার্কিন স্টেট ডিপার্টমেন্টেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছিলেন মি. সোটো। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সাথে যুক্ত হয়েছিলেন মি. সোটো। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীরা, বিশেষ করে ফ্লোরিডায় বসবাসরতরা, ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবে সমীহ করেন।
টুইটারের লিংকঃ https://x.com/repdarrensoto/status/1821932887052108058?s=46