রাষ্ট্রদূত ইমরানকে প্রত্যাহার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৪ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে প্রত্যাহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ইমরান চুক্তিভিত্তিক নিয়োগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে তার বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদাকে বদলি করা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক আজকালকে তিনি জানান, এমন কোন নির্দেশনা তিনি পাননি। তিনি বলেন, আমি নিয়মিত অফিস করছি।
বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন এমন ৭ জন কূটনীতিককে দেশে ফিরতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ইমরান ছাড়া অন্যরা হচ্ছেন, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালদ্বীপের রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। দ্রুততম সময়ে তাদেরকে বাংলাদেশে ফিরতে বলা হয়েছে।