নিউইয়র্কে জাতীয় শোক দিবস পালন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৬ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। এই উপলক্ষে তারা আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশের। এই সব অনুষ্ঠানে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত যাদুঘর, দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, ভাস্কর্য, ছবিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের নিন্দা করা হয় এবং অবিলম্বে সেগুলো সংস্কারের দাবী জানানো হয়। সেই সাথে কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করারও তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবী জানান হয়।
উডসাইডের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ, ডাক্তার মাসুদুর রহমান, চন্দন দত্ত, মহিউদ্দিন দেওয়ান, মো; সোলেয়মান আলী প্রমূখ।
এদিন রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত নবান্ন রেষ্টুরেন্টে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সম্মিলিত জোট জাতীয় শোক দিবসের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্র্র্ঘ্য অর্পন, আলোচনা, শোক সংগীত পরিবেশন, তবারক বিতরণসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়।
জ্যাকসন হাইটসের ৭৩ ও ৩৭ ষ্ট্রীটের নবান্ন রেষ্টুরেন্টের সামনে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জ্যাকসন হাইটস এলাকাবাসী শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করে। এখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাকিল মিয়া,সাধারণ সম্পাদক মো: আলম নমি, শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মীল নিজামূল হক ,সদস্য সচিব মামুন মিয়াজী,অনুষ্ঠানের পরিচালক ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ,তত্ত্বাবধায়ক শাহ্ জে.চৌধুরী,প্রধান পৃষ্ঠপোষক আসেফ বারী টুটুল,চেয়ারপার্সন হারুন ভূঁইয়া,ডিউক খান প্রমূখ।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যৌথভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও কবি-শিল্পী সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবি-মুক্তিযোদ্ধা-সচেতন নাগরিক জাতীয় শোক দিবস পালন করে। এখানে মুক্তিযুদ্ধের গান, মোমবাতি প্রজ্জ্বলনসহ অন্যান্য কর্মসূচী গ্রহণ করে। এতে আলোচনায় অংশ নেন সুব্রত বিশ্বাস ,মিথুন আহমদ, মিনহাজ আহমদ সাম্মু,তাজুল ইমাম,মুজাহিদ আনসারী প্রমূখ।
মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সম্মিলিত জোট বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত ডাইভারসিটি প্লাজা ও নবান্ন রেষ্টুরেন্টে আলোচনা,দোয়া মাহফিল,তবারক বিতরণ,শোক র্যালিসহ নানা রকম কর্মসূচী গ্রহন করে।