সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্যাকসন হাইটস এলাকাবাসীর শোক দিবস পালন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৫ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

 
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। জাতীয় নেতৃবৃন্দ স্মরণে তাদের দোয়া মাহফিল, তবারক বিতরণ প্রভৃতি অনুষ্ঠানের ধারাবাহিকতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা স্মরণ করেছে জাতির জনক শেখ মুজিবর রহমানকে।
জ্যাকসন হাইটসের ৭৩ ও ৩৭ ষ্ট্রীটের নবান্ন রেষ্টুরেন্টের সামনে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা কওে এলাকাবাসীর ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বিতরণ করা হয় তবারক।
এখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো: আলম নমি, শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মীর নিজামূল হক, সদস্য সচিব মামুন মিয়াজী, তত্ত্বাবধায়ক শাহ জে চৌধুরী, চেয়ারপার্সন হারুন ভূঁইয়া, ডিউক খান প্রমূখ।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক হিসেবে সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, তত্ত্বাবধায়ক শাহ্ জে.চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক আসেফ বারী টুটুল, প্রধান সমন্বয়কারী মইনুল ইসলাম, চেয়ারম্যান আশরাফ চৌধুরী খোকন, কো-চেয়ারপার্সন সাখাওয়াত বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব মোঃ মাহবুবর রহমান। সহযোগিতায় ছিলেন সোহেল গাজী, পৃষ্ঠপোষক তারেক হাসান খান, ফাহাদ সোলেয়মান, নুরুল আজিম, এটর্নী মঈন চৌধুরী, জে আর চৌধুরী লিটু, আহসান হাবিব প্রমুখ।

 শোক সভায় বক্তরা বলেন, ৪৯ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ শোকের দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার তাঁর পরিবারের সদস্যদের।