সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাটবাজারে দুর্ধর্ষ চুরি

নগদ ৯০ হাজার ডলার নিয়ে গেছে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার


 
 
জ্যাকসন হাইটসের ব্যস্ত রেস্টুরেন্ট ও গ্রোসারি বাজার হাটবাজারে দুর্ধর্ষ চুরি হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রেস্টুরেন্টটির অফিস রুম থেকে নগদ ৯০ হাজার ডলার লুটে নেয় চোর। দুই দিনেও এ ঘটনায় কাউকে সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এ সপ্তাহেই জ্যামাইকার কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি জ্যাকসন হাইটসেও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। কোন ঘটনার সুরাহা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।
জানা গেছে, গত মঙ্গলবার রেস্টুরেন্টটির নিচতলায় যখন কাস্টমারদেও নিয়ে কর্মচারীরা ব্যস্ত ছিল ঠিক তখনই নির্মাণ কাজের ইউনিফর্ম পরা এক ব্যক্তি দোতালায় অফিস রুম থেকে নগদ ৯০ হাজার ডলারেরও বেশি অর্থ চুরি করে নিয়ে যায়। যা ওই রুমের সিসিটিভি ক্যামেরায় ধলা পড়ে। ওই সময় অফিস রুমে কেউ ছিল না।
রেস্টুরেন্টটির অন্যতম কর্ণধার মনসুর আলম চৌধুরী বলেন, নিচে কর্মীরা ব্যস্ত ছিল। আমার অপর পার্টনার নামাজের জন্য মসজিদে গিয়েছিল। এ সুযোগে চোর অফিসে ঢুকে লকার ভেঙ্গে সব নিয়ে যায়। অর্থের খোজে অফিস রুমও তছনছ করে। ঘটনার ব্যাপারে পুলিশে রিপোর্ট করা হয়েছে। পুলিশ ও ডিটেকটিভ ব্রাঞ্চে লোকজন এসে আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে।
ফুটেজে দেখা গেছে, চোরের গায়ে নির্মাণ কাজে ব্যবহৃত পোশাক ছিল। কাঁধের ব্যাগে লকার ভাঙ্গার জন্য সব ধরনের যন্ত্রাপাতিও ছিল। ব্যাগ খুলে যন্ত্রপাতি দিয়ে একে একে আলমারির দরজা ও লকার ভেঙ্গে সব অর্থ ব্যাগে পোরে। তার মুখে কোন ধরনের মাস্ক ছিল না। তবে পোশাকের কারণে মুখ ঠিক স্পষ্ট দেখা যায় না।  ৫ থেকে সাত মিনিটে এই চুরির কাজ সম্পন্ন হয়েছে।
চুরির খবর  পেয়ে পরদিন বিকালে জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ হাট বাজার পরিদর্শনে আসে। রেস্টুরেন্টে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেবিবিএ একাংশের সভাপতি গিয়াস আহমেদ বলেন, বেশ কিছু দিন ধরেই এ ধরনের ঘটনা বেড়ে গেছে।  এ ঘটনায়  রেস্টুরেন্টে সিসি ক্যামেরায় ফুটেজ আছে, তাই অতি দ্রুতই দুর্বৃত্তকে সনাক্ত করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।