জনপ্রিয়তায় কমলা এগিয়ে, অর্থনীতিতে আস্থা ট্রাম্পে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ কমলাকে এবং ৪৫ শতাংশ ট্রাম্পকে পছন্দ করেছেন। কমলা ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও অভিবাসন প্রশ্নে ট্রাম্প এগিয়ে রয়েছেন। তবে সুইং ভোটারদের মধ্যে কমলার প্রভাব বেশি রয়েছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি ও ইপসস এই জরিপটি করেছে।
জরিপে প্রাপ্তবয়স্কদের মধ্যে কমলা ও ট্রাম্পের জনপ্রিয়তা যথাক্রমে ৫০ ও ৪৫ শতাংশ। নতুন নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৯ শতাংশ চান কমলাকে এবং ৪৫ শতাংশ চান ট্রাম্পকে। তাছাড়া ৫৩ শতাংশ ভোটার প্রেসিডেন্ট হিসেবে কমলাকে বেশি যোগ্য মনে করেন এবং এ ব্যাপারে ৪৭ শতাংশ মতামত এসেছে ট্রাম্পের পক্ষে।
জরিপে মতামত এসেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন থাকায় কমলার জনপ্রিয়তা শক্ত ভিত্তি পাচ্ছে। এদিকে জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে হারানো সহজ হবে বলে বিশ্বাস করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।