মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৭ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

পরিবর্তনের হাওয়ায় চাকরি গেলে সমস্যা নেই হাথুরুর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৯ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগের পর বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠিন হয়েছে। দেশে এখন পরিবর্তনের হাওয়া। প্রতিটি ক্ষেত্রে পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজী। তার জায়গায় নতুন কেউ দায়িত্বে আসবেন।

এদিকে বিসিবির বেশ কিছু পরিচালক গা ঢাকা দিয়েছেন। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান ও বিসিবির শক্তিশালী পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। বিসিবি সভাপতি পদে ও পরিচালনা পর্ষদে আসতে যাচ্ছে নতুন মুখ। নতুন সভাপতি হিসেবে সাবেক  বিসিবি নির্বাচক ফারুক আহমেদের নাম শোনা যাচ্ছে। তিনি দায়িত্ব পেলে হেড কোচ হাথুরুসিংহে চাকরি হারাতে পারেন।

বিষয়টি নিয়ে লাহোরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লঙ্কান কোচ হাথুরু জানান, তিনি চাকরি যাওয়া নিয়ে ভাবছেন না, ‘বিসিবিতে কী হচ্ছে তা নিয়ে আমার কোনো ধারণা নেই। যত দিন চুক্তি আছে, আমি দায়িত্ব পালন করতে মুখিয়ে আছি। বোর্ড বদলে গেলে এবং যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বললে, তারা খুশি থাকলে, আমিও আনন্দের সঙ্গে দায়িত্ব চালিয়ে যেতে চাই।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং সেখান থেকে সরকার পতনের গণঅভ্যুত্থানকে অভূতপূর্ব ঘটনা বলেছেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়া হাথুরুসিংহে। তিনি এই আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ‘গণ আন্দোলনে যারা পরিজন হারিয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা। এই আন্দোলন অভূতপূর্ব ঘটনা। আশা করি, দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে।’