সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৮ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

ঘোষণা করা হয়েছে তফসিল

 
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ অক্টোবর রোববার। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিবর্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয় নির্বাচনের তফসিল।  ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র বিতরণ করা হবে ২৫ আগষ্ট, মনেনয়নপত্র জমা জমা নেয়া হবে ২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রার্থী তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর, প্রার্থিতা নিয়ে আপত্তি ও শুনানী ৫ সেপ্টেম্ব, মনোনয়ন প্রত্যাহার ৭ সেপ্টেম্বর এবং  চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির প্রধান নির্বাচন কমিশন এসএম জামাল আহমেদ জনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশন সদস্য  মোহাম্মদ এ হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হুসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী।
সংগঠনটির মোট ১৮ হাজার ৬১৩ জন ভোটার পাঁচটি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ১৯ টি পদের জন্য নি¤েœাক্ত ঞাওে ফি ধার্য করা হয়েছে।   সভাপতি ৫ হাজার ৫০০ ডলার, সিনিয়র সহ-সভাপতি ৪ হাজার ৫০০ ডলার, সহ সভাপতি ৪ হাজার ডলার, সাধারণ সম্পাদক ৪ হাজার ২০০ ডলার, সহ-সাধারণ সম্পাদক ২ হাজার ৭০০ ডলার, অর্থ সম্পাদক ২ হাজার ৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ১ হাজার ৮০০ ডলার, দপ্তর সম্পাদক ১ হাজার ৫০০ ডলার  এবং সদস্যদের মনোনয়ন ফি ১ হাজার ২০০ ডলার। নির্বাচনের দিন ভোট গ্রহণ চলবে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত।
উল্লেখ্য,  নির্বাচন পরিচালনা করার জন্য এসএম জামাল আহমেদ জনিকে প্রধান নির্বাচন কমিশন করে ৭ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রচারকাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। চলছে প্যানেল গঠনের কাজ। দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভবনা রয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে লড়ছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। অপর প্যানেলে সভাপতি রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। রুহুল-জাহিদ প্যানেলের পক্ষ থেকে গত সপ্তাহে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। রুহুল-জাহিদ প্যানেলের অন্য পদে কারা থাকবেন, তা নিয়ে প্যানেলের নীতিনির্ধারকরা কাজ করছেন, সভা-সমাবেশ করছেন।