বাংলাদেশ সম্মেলন ২৪ ও ২৫ আগস্ট জ্যামাইকায়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০০ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশের ইহিতাস ঐতিহ্য, সংষ্কৃতি প্রবাসীদের কাছে তুলে ধরতে নিউইয়র্কে আগামী শনিবার, ২৪ আগস্ট শুরু হতে যাচ্ছে দুই দিনের গোল্ডেন এজ হোক কেয়ার প্রেজেন্টস ষষ্ঠ বাংলাদশে সম্মেলন বা বাংলাদেশ কনভেনশন। জ্যামাইকা অবস্থিত ম্যারি লুইস একাডেমীতে অনুষ্ঠেয় এ সম্মেলন শেষ হবে ২৫ আগষ্ট। নান্দনিক এ সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে শো টাইম মিউজিক।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার জানানা, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি। সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার প্রয়াসে আমরা ষষ্ঠ বারের মতো বাংলাদেশ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। যেন আমাদের আগামী প্রজন্ম শেকড়ের কথা মনে রেখে আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও সবার মাঝে তুলে ধরতে পারে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।
সম্মেলনের চেয়ারম্যান হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দোহার উপজেলা সমিতি ইউএসএর সভাপতি দুলাল বেহেদু ও আহ্বায়ক নুরুল আজিম এবং সদস্য সচিব আলমগীর খান আলম।
আলমগীর খান আলম বলেন, দুই দিনের বাংলাদেশ সম্মেলনে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা ও মেগা কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা, বিন্দুকনা, প্রতিক হাসান, তাহমিনা মিম, রানো নেওয়াজ, নাজু আকন্দ, ফিড ব্যাক খ্যাত লুমিন, ক্লোজআপ তারকা শশী, চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত, কৃষ্ণা তিথি, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান, প্রমি তাজ, নিপা জামান, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, বাউল ফখরুল, অনিক রাজ এবং প্রেমা রহমান। দুইদিন ব্যাপী এই সম্মেলন দুপুর তিনটা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে। এত কোন কোন প্রবেশ মূল্য নেই।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক, গ্র্যান্ড স্পন্সর হিসেবে রয়েছে নুরুল আজিম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। পাওয়ার্ডবাই স্পন্সর রিভারটেল। বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬ ৫৪৬ ৬০৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।