মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৭ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১২ এএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন সাকিব আল হাসান। এরমধ্যেই দেশে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে এই ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। চলমান টেস্ট শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কোনো আইনজীবির লিগ্যাল নোটিশ হাতে পাননি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে সাকিবের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। ম্যাচ চলমান থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানান ফারুক।  

তিনি বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, সেটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনো অবস্থান নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

ফারুক আরও বলেন, ‘এটা তো সাধারণ একটা ব্যাপার। এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’

তবে আপাতত ম্যাচের মাঝে সাকিবের খেলায় কোনো সমস্যা নেই বলেও জানান বিসিবির নবনির্বাচিত সভাপতি, ‘এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না।’