বন্যার্তদের জন্য ফান্ড রেইজ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৮ এএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার
নিউইয়র্কের জামাইকায়, জ্যামাইকা বাসীর উদ্যোগে বিগত ৭ দিন বাংলাদেশে বন্যার্তদের জন্য রাস্তায় দাঁড়িয়ে ফান্ড রেইজ করা হচ্ছে ।
বাসা থেকে নানা রকম খাবার বানিয়ে মসজিদ ও রাস্তায় বিক্রি করে পুরা অর্থই বন্যার্তদের জন্য পাঠাচ্ছেন জ্যানাইকাবাসীরা। এই আয়োজনের উদ্যোক্তা সৈয়দ আল আমিন রাসেল জানান, বন্যার্তদের পাশে আমাদের টীম বিরামহীন কাজ করছে।
প্রথম দিকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি, খেজুর ১.৫ কেজি প্রতি প্যাকেট, প্যারাসিটামল ট্যাবলেট প্যাকেট, সাবান ঢাকা থেকে আমাদের টীম কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চিটাগাং নৌবাহিনীর কাছে হস্তান্তর করছে । এই উদ্যোগের সাথে আছেন ডাঃ ওয়াজেদ এ খান, সৈয়দ রাব্বি, সুমন খান, আসাদ সুমন, শেখ হায়দার আলী, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম।