বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াত স্নায়ুযুদ্ধ!

ঢাকা অফিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার



একদা জোটবদ্ধ রাজনীতি করার পর এখন বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরের বিরুদ্ধে স্নায়ুযুদ্দ্ধে লিপ্ত হয়েছে। দল দুইটির নেতারা প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে বাকযুদ্ধে জড়িয়ে গেছে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক কর্মী সম্মেলনে বলেছেন, আমাদের লোকেরা মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা করে, বিএনপি’র সঙ্গে আমরা আবার জোটে যাব কিনা। তিনি কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা কী মনে করেন, যাওয়া দরকার ? জবাবে কর্মীরা সোচ্চার কন্ঠে বলেন, না। জামায়াত আমির বলেন, এগুলো আমরা চোখের সামনে দেখছি না? আজকে একটা রিকশাওয়ালাকে যদি জিজ্ঞাসা করা হয়, নির্বাচনটা কবে হওয়া দরকার, তারা একটা জবাব দেবে, না। আজকে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে। একদিকে শহিদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালে, বন্যার সময়ে মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন তারা নির্বাচন নির্বাচন শুরু করেছে। ফুটপাথ থেকে শুরু করে সব দখল করছে। ১৫ বছরে যা সাজিয়েছিলো তার ৮০ পার্সেন্ট উনাদের দখলে চলে গেছে।
এর জবাব দিয়েছেন বিএনপি’র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণ কী চায় সে বিষয়ে আলোচনা হতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত আলোচনা প্রয়োজন। এটা খুব জোর দিয়ে বলেছি। এটা না হলে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরী হয়। সব কিছুতো আর পাবলিকলি হয়না। আলোচনার মাধ্যমে সব কিছু বেরিয়ে আসে। আমরা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। সতর্ক করছি। কিছু ফেইস দেখে আমরা ভয় পাই। যাদেরকে কখনই দেখিনি, দেশের মানুষের সামনে দেখিনি, তারা ফ্রন্ট পেইজে। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়। তাদের বক্তব্য দেশের মানুষ বোঝে না। ব্যবসায়ীরা মনে করছে, দ্রুত নির্বাচন দরকার।