নিউইয়র্কে অপরাধ কমলেও বেড়েছে গাড়ি চুরি
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৪ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার
চোর সিন্ডিকেটের পছন্দ ‘কিয়া’ এবং ‘হুন্দাই’
নিউইয়র্কে গাড়ি চুরি এখন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হচ্ছে। গত বছর থেকেই গাড়ি চুরির ঘটনা বেড়ে গেছে। সড়কে গাড়ি রেখে যাবার পরই সেই গাড়ি উধাও হয়ে যাচ্ছে। এনওয়াইপিডি’র তথ্য মতে চুরি যাওয়া এসব গাড়ির বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে নিউজার্সি এবং ওয়েস্টচেস্টার এলাকা থেকে। চোরাই সিন্ডিকেটের সদস্যরা ‘কিয়া’ এবং ‘হুন্দাই’ গাড়ি বেশি চুরি করছে। এছাড়া টয়োটা, হোন্ডা, লেক্সাস, বিএমডাব্লিউ গাড়িও চুরির হওয়ার তালিকায় রয়েছে। সবচেয়ে বেশি গাড়ি চুরির ঘটনা ঘটেছে কুইন্স এবং ব্রঙ্কস বোরোর বিভিন্ন এলাকায়।
এনওয়াইপিডির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নিউইয়র্কের পাঁচ বোরোতেই গাড়ী চুরির প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে। কোভিড মহামারির আগের সময়ের তুলনায় গত ডিসেম্বও পর্যন্ত বিস্ময়করভাবে তা ১৯১ শতাংশ বেড়েছে বলে তথ্যে বলা হয়েছে। এর আগে মেয়র এরিক এডামস বলেন, নিউইয়র্কে অপরাধের প্রবণতা হ্রাস পেয়েছে। তবে এই নগরীতে আমাদের আরও অনেক কিছু করার প্রয়োজন আছে।
গত বছরের ডিসেম্বরের মধ্যে এক বছরে ১৫ হাজার ৮০২টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এগুলো উদ্ধার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। অথচ কোভিডের আগে ২০১৯ সালে গাড়ি চুরি হয়েছিল ৫ হাজার ৪৩৮টি। গাড়ি চুরির ঘটনা ২০২২ সালের একই সময়ে ছিল ১৩ হাজার ৭৪১টি।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘নগরীতে গোলাগুলি ও হত্যার মতো ঘটনা হ্রাস পেয়েছে। নিউইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে অপরাধ কমেছে, চাকরি বেড়েছে এবং পর্যটকের সংখ্যা বেড়েছে। এরপর তিনি বলেন, যখন অপরাধের বিষয়টি আসে তখন সংখ্যা নিয়ে আমরা অনেক তথ্য দিতে পারি। গত বছর ২০২৩ সালে নিউইয়র্ক সিটিতে খুন ও গুলি চালনার মতো অপরাধের সংখ্যা দুই অঙ্কের নিচে নেমে আসে। এনওয়াইপিডির তথ্য মতে, গত বছর চুরি কমেছে আগের সময়ের চেয়ে ১৩ শতাংশ, ডাকাতি কমেছে ৩ শতাংশ। অপরাধমূলক হামলার সংখ্যা ২২ হাজার ৮৪৯টি। এর আগের বছর ২০২২ সালে তা ছিল ২৬ হাজার ১৯৫টি।
এনওয়াইপিডির ক্রাইম কন্ট্রোল স্ট্র্যাটেসটিক্সের প্রধান মাইক লিপেট্রি বলেছেন, চুরি হওয়া বেশিরভাগ গাড়ীই ছিল ‘কিয়া’ এবং ‘হুন্দাই’ মডেলের। লিপেট্রি বলেন, চুরি হওয়া গাড়ির মধ্যে ‘কিয়া’ এবং ‘হুন্দাই’র সংখ্যাই বেশি। এই গাড়ি চুরির প্রধান স্থানগুলি ছিল ব্রঙ্কস এবং কুইন্সে। লিপেট্রি বলেন, সড়কে পার্কিং করা গাড়িগুলিই বেশি চুরি হচ্ছে। চুরি হওয়া এসব গাড়ী নিউইয়র্কের বাইরে নিয়ে যাওয়া হয়। নিউজার্সি এবং ওয়েস্টচেস্টারের মতো এলাকায় চুরি হওয়া গাড়িগুলি পাওয়া যাচ্ছে।
২০২৩ সালে গাড়ি চুরির বন্ধে একটি ক্র্যাকডাউন অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যা নিউইয়র্কে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তারের ঘটনা। এনওয়াইপিডির পরিসংখ্যান মতে দেখা যায়, বিগ অ্যাপলের ট্রানজিট সিস্টেমে সামগ্রিক অপরাধ গত বছর ২.৬ শতাংশ কমেছে। তবে এরিক অ্যাডামস বলেছেন, নিউইয়র্ক নগরীতে অপরাধ দমনে আরও বেশি কিছু আমাদের করা প্রয়োজন। আমরা বলছি না আমাদের মিশন শেষ হয়েছে। আমাদের আরও অনেক কিছু করার রয়েছে এই নগরীর জন্য। ২০২৩ সালে আগের বছরের চেয়ে সামগ্রিক অপরাধের জন্য গ্রেপ্তারের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে। ওই একই বছর অবৈধ অস্ত্র রাখার জন্য পুলিশ ৪ হাজার ৪শ জনকে গ্রেপ্তার করে।