বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার


   

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নজিরবিহীন ঘটনা ঘটলো। বিগত সরকারের আমলের সদ্য বিদায়ি প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে তাদের ব্যাংক হিসেব সম্পর্কিত আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে একই সঙ্গে কোন সাবেক প্রধান বিচারপতি এবং  অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এটি নজিরবিহীন এক ঘটনা বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
ছাত্র আন্দোলনের পর বিদায়ী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিদায়ি অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট গতকাল বৃহস্পতিবার জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’ (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। হিসাব জব্দকারীদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ওবায়দুল হাসান ও এ এম আমিন উদ্দিন এবং তাদের স্ত্রী, সন্তানদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।