১১ দফা দাবি না মানলে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের হুমকি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫০ এএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
বিদেশে মারা যাওয়া শ্রমিকের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ ১১ দফা দাবি না মানলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ওমান প্রবাসী কামরুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা চূড়ান্তভাবে দেশে ফিরে এলে তাদের অবসর ভাতা দিতে হবে। প্রবাসীরা ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ববরণ করলে এককালীন তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে। পাসপোর্ট, ভিসা বা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের সহজ শর্তে প্রবাসীকল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংক থেকে সহজ শর্তে সুদমুক্ত বাড়ি নির্মাণ, ব্যবসাসহ অন্য ঋণ দিতে হবে। দেশে প্রবাসীদের নামে মামলা হলে তা ৯০ থেকে ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। প্রবাসে কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে হবে। অসুস্থ হয়ে দেশে আসা প্রবাসীদের সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে। প্রবাসীদের পরিবারের সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা গ্রহণ করবে। বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য ২০ হাজার টাকা সাত দিনের মধ্যে দিতে হবে। অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরে জটিলতা নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।