নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
হামাসের হাতে বন্দিদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের মুক্তিদর দাবিতে যখন উত্তাল ইসরায়েল এমন সময়ই এই অভিযোগ করলেন বাইডেন।
গত শনিবার ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে আমেরিকান ইসরায়েলি হার্শ গোল্ডবার্গ পোলিনের মরদেহও ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধারা তাদের হত্যা করেছে। যদিও হামাস বলছে, ইসরায়েলি বোমায় এসব বন্দি নিহত হয়েছেন।
ইসরায়েলি বন্দিদের মরদেহের উদ্ধারের পরের দিন রোববার (০১ সেপ্টেম্বর) ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবারও (০২ সেপ্টেম্বর) বন্দিদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট ধর্মঘট পালন করেন। এতে নতুন করে চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু।
সোমবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। সেখানে এই সপ্তাহে দুই পক্ষের কাছে একটি চূড়ান্ত বন্দি মুক্তির চুক্তি উপস্থাপন করার পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমরা এর খুব কাছাকাছি আছি।’
এই চুক্তির প্রস্তাব সফল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আশা চিরন্তন’। এ ছাড়া বন্দিবিনিময়ের চুক্তি স্বাক্ষরের বিষয়ে নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘না’।
গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যার পর প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে। হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ইসরায়েলের ভয়াবহ আক্রমণে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।