বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৩ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়রের শীর্ষ ঘনিষ্ঠদের বাড়িতে এফবিআই’র অভিযান

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৫ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার

এনওয়াইপিডির কমিশনারের ফোন জব্দ * দুই ডেপুটি মেয়র তালিকায়

 

নিউইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস-এর ‘ইনার সার্কেল’ হিসেবে অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী শীর্ষ ঘনিষ্ঠদের বাড়িতে ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই সাঁড়াশি অভিযান চালিয়েছে। এর মধ্যে নিউইয়র্ক পুলিশ এনওয়াইপিডি’র কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান এবং অ্যারিক অ্যাডামসের দুই ডেপুটি মেয়রের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। বুধবার ভোররাত ৫টায় এই অভিযান চালানো হয় বলে গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এনওয়াইপিডির মুখপাত্র। অভিযানকালে তাদের বাড়ি থেকে মোবাইল ফোন, বিভিন্ন ডিভাইস, লেপটপ জব্দ করে নিয়ে যায় এফবিআই। তদন্তের অংশ হিসেবে ব্যবহৃত ই-মেইলও রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার এই অভিযানের বিষয়টি সিটির শীর্ষ মহলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। এতে করে দিনভর নানা ধরনের গুঞ্জন তৈরি হয়।  নিউইয়র্কে এর আগে একযোগে এমন শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে এধরনের অভিযানের কোন নজির নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল মেয়র তাঁর অফিস ত্যাগ করার সময় মূল ধারার সাংবাদিকরা তাকে ঘিরে অভিযানের বিষয়ে নানা তথ্য জানতে চেয়েছেন।
এফবিআইয়ের অভিযানে নিউইয়র্ক সিটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র ফিল ব্যাঙ্কস এবং শিনা রাইট। অ্যাডামসের শীর্ষ সহযোগী টিমোথি পিয়ারসনেরও ফোন জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।
সিটি হলের চিফ কাউন্সেল লিসা জর্নবার্গ এক বিবৃতিতে বলেন, মেয়র বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, ‘দলের সকল সদস্যকে আইন মেনে চলতে হবে।’ এনওয়াইপিডি-র শীর্ষ কর্মকর্তা অ্যাডওয়ার্ড ক্যাবানের হারলেমের বাড়িতে অভিযান চালানো হয় এবং দুর্নীতি তদন্তের অংশ হিসাবে বুধবার এফবিআই তাঁর সেল ফোন বাজেয়াপ্ত করে বলে জানা যায়।
এই ইনভেস্টিগেশনের আগে অ্যাটর্নি অফিস সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক বিষয়টি অবগত ছিল এবং অ্যাটর্নি অফিস থেকে এই তদন্ত কাজে সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে বলে প্রকাশ। পিক্স ২ এবং এবিসি তথ্য মতে, ক্যাবানের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার বিশদ বিবরণ  পাওয়া যায়নি। গণমাধ্যম থেকে এ বিষয়ে এফবিআই’র সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া মিলেনি বলে জানা যায়।
আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র থেকে জানা গেছে, ফেডারেল তদন্তকারীরা ‘সিটির দুর্নীতি তদন্তের অংশ হিসাবে’ এনওয়াইপিডি কমিশনার এডওয়ার্ড ক্যাবান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন জব্দ করেছেন। ফেডারেল কর্মকর্তারা পুলিশ কমিশনার ক্যাবান এবং দুই এনওয়াইপিডি লেফটেন্যান্টের কাছ থেকে ডিভাইসগুলি নিয়েছেন যারা কমিশনারের অফিসে এবং অত্যন্ত  গুরুত্বপূর্ণ কাজ করতেন।
অভিযানকালে তাদের কাউকে আটক করা হয়নি এবং অপরাধমূলক কোন অভিযোগও উপস্থাপন করা হয়নি। কাউকে জিজ্ঞাসাবাদ করা না হলেও উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইমেইল বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।
গত নভেম্বরে মেয়র অ্যারিক অ্যাডামসের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল। তার প্রাক্তন প্রচারের কোষাধ্যক্ষ ব্রায়ানা সাগস এর বাড়িতে  এফবিআই  তল্লাশি চালিয়েছিলো।
মেয়র অ্যাডামসের প্রতিক্রিয়া
অভিযানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিটি মেয়র অ্যারিক অ্যাডামস প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সাংবাদিক মার্সিয়া ক্রেমারকে বলেন, ‘আমি বার বার বলছি, আইন প্রয়োগকারী সংস্থার একজন প্রাক্তন সদস্য হিসাবে, আমি খুব স্পষ্ট। আমরা নিয়ম মেনে চলি। আমি কোনও ভুল কাজের বিষয়ে অবগত নই এবং আমি আবার নিয়ম মেনে চলব এবং দলকে তা করতে বলব। আর আমার জানা মতে তারা তা-ই করছে।’