বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৩ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বৈধতার আবেদনে আদালতে মামলার স্তূপ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
 
যুক্তরাষ্ট্রে আগামী জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এর আগে অভিবাসন প্রত্যাশীদের আবেদনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অভিবাসন আদালত চেষ্টায় আছে যতটা দ্রুত সম্ভব আশ্রয় প্রার্থীদের আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য। অভিবাসন আদালতে অ্যাসাইলাম আবেদনকারীদের মামলার ব্যাকলগ ২০১৬ সালে ছিল প্রায় ৫ লাখ। গত ৭ বছরে তা বেড়ে ২০২৪ সালের জুনে এসে দাঁড়িয়েছে ৩.৬ মিলিয়নেরও বেশি। এই পরিসংখ্যান কেবল নিজ দেশে রাষ্ট্রীয় নিপীড়নের কারণে যারা আশ্রয়ের জন্য আবেদন করেছেন তাদের।
ব্লুমবার্গ বিজনেস উইকের বিশ্লেষণ অনুসারে দেখা যায়, ২০২৩ সালের শেষের দিকে ব্যাকলগের প্রায় ১.৩ মিলিয়ন মামলা ছিল কেবলই মুলতবি রাখা। গড় আবেদনের দাবিগুলো নিষ্পত্তি করতে এখন কমপক্ষে চার বছরেরও বেশি সময় লাগছে। এই অবস্থার জন্য দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে পড়া অবৈধদের আবেদনের হিড়িককে দায়ী করা হচ্ছে। ওই সময়ে সীমান্ত দিয়ে ঢুকে পড়া সহজ ছিল। অ্যাসাইলামের জন্য আবেদন করে এই অভিবাসীদের সুযোগ ছিল বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকার। তাদের কাজ করার সুযোগ ছিল, অবৈধ হিসেবে কাজের জায়গায় তাদের বাধা দেওয়া হয় না। বিশেষ করে নিউইয়র্কে এমন অবৈধ অভিবাসীর সংখ্যা হাজার হাজার। অবৈধদের এমন অবাধ সুযোগ পাওয়ার কারণ আদালতে তাদের মামলা আদালতে বছরের পর বছর ঘুরতে থাকে। সাম্প্রতিক বছরগুলিতে কোনও কাজগপত্র ছাড়াই সীমান্ত  দিয়ে আসা অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এটাই প্রধান উপায় হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। একই সময়ে, ব্যাকলগ বিচারকদের উপর মামলাগুলি আরও দ্রুত নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।
বহু মানুষ শুধু সীমান্ত দিয়েই আসছেন তাই নয়। অনেকেই আসছেন সপরিবারে বৈধ উপায়ে, পর্যটন ভিসায়। আমেরিকায় এসে তারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করছেন। তারা নিজ দেশে থাকতে পারছেন না এমন সব দৃষ্টান্তই আবেদনে তুলে ধরছেন। এসব আবেদন যাচাই বাছাই করতে সময় লাগছে। এমন শত শত আবেদনের কারণে অভিবাসন আদালতে মামলার স্তূপ জমে যাচ্ছে।