বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫০ হাজার ডলার পর্যন্ত ট্যাক্স মওকুফের ঘোষণা কমালার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
 
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে নতুন ছোট ব্যবসার জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত কর ছাড়ের ঘোষনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস বিভিন্ন জনসভায় ভাষণ দিচ্ছেন। পোর্টসমাউথ শহরে এক জনসভায় তিনি বলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হলে ৫০ হাজার ডলার পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায় কর ছাড় দেয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। বর্তমানে এই কর ছাড়ের সীমাবদ্ধ আছে ৫ হাজার ডলার পর্যন্ত।
কমালা হ্যারিসের এই প্রস্তাব বিদ্যমান  ছাড়ের  চেয়ে দশগুণ বেশি। বুধবার পোর্টসমাউথের এই জনসভায় কমালা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। ওই পরিকল্পনার অংশ হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের সীমা ৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হবে। তার এই ঘোষণা জনসভায় উপস্থিত সমর্থকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দিত করেন।  
তবে এমন ঘোষণা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মধ্যবিত্ত আমেরিকানদের ওপর প্রভাব বিস্তার করার জন্যই কমালার এই ঘোষণা। কমালা তার প্রতিপক্ষ, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের থেকে ভিন্ন অর্থনৈতিক কৌশল তুলে ধরতে চাইছেন। তার প্রগতিশীল অর্থনৈতিক এজেন্ডায়  ধনী ব্যক্তি এবং কোম্পানির উপর আরো কর আরোপ করা এবং কর্মরত পিতামাতার কথা মাথায় রেখে শিশু  যতœ ও  অন্যান্য সামাজিক কর্মসূচির জন্য ফেডারেল তহবিল বৃদ্ধিও কথা বলা হয়েছে।  
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসায়ীর সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। বেসরকারি ক্ষেত্রে যত মানুষ যুক্ত, তাদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মচারী। প্রেসিডেন্ট নির্বাচনে এবার সেই ভোটব্যাংকেই কমালার ‘নজর’ বলে মনে করা হচ্ছে। তার এই প্রস্তাবনা সারা দেশে ব্যবসায়ীদের পেশাগত লাইসেন্স পাবার কাজটি  সহজ করে দেবে এবং কমিউনিটি ব্যাংকগুলোকে সুদের খরচ মেটাতে সক্ষম করার জন্য  তহবিল অন্তর্ভুক্ত করবে।।